iQOO Neo 10R 5G Ram: কেনার জন্য তৈরি থাকুন, ১২ জিবি র্যাম সহ লঞ্চ হচ্ছে নতুন iQOO স্মার্টফোন | iQOO Neo 10R 5G India Launch Date
আগামী ১১ মার্চ লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R 5G স্মার্টফোন। লঞ্চের আগে ইতিমধ্যেই অ্যামাজনে এর মাইক্রো সাইট লাইভ হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির বিশেষ বিশেষ স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে। এর পাশাপাশি, টিপস্টারদের দৌলতে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। সম্প্রতি আবার iQOO Neo 10R 5G কে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আসুন আপাতত ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
আইকো নিও ১০আর ৫জি স্মার্টফোনটি বিআইএস সার্টিফিকেশন সাইটে I2221 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এই একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছিল। তবে বিআইএস লিস্টিং থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।
যদিও এক্সপার্টপিকের রিপোর্ট থেকে এর কিছু ফিচার সামনে এসেছে। যেমন আসন্ন আইকো নিও ১০আর ৫জি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে বলে দাবি করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত র্যাম সহ বাজারে আসবে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে এটি সিঙ্গেল কোর টেস্টে ১৯৪৪ এবং মাল্টি-কোর টেস্টে ৫০৬২ স্কোর করেছে।
এদিকে আইকো দ্বারা শেয়ার করা একটি টিজার প্রকাশ করেছে যে iQOO Neo 10R 5G স্মার্টফোনে বর্গাকার আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। এরমধ্যে দুটি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। আর প্রাইমারি ক্যামেরা ওআইএস সাপোর্ট করবে। ফোনটি মুননাইট টাইটানিয়াম এবং রেজিং ব্লু কালার অপশনে আসবে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে।
অ্যামাজনের মাইক্রো সাইট থেকে জানা গেছে, এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এতে আল্ট্রা গেম মোডও পাওয়া যাবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
This website uses cookies.