লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Neo 10R 5G Ram: কেনার জন্য তৈরি থাকুন, ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হচ্ছে নতুন iQOO স্মার্টফোন | iQOO Neo 10R 5G India Launch Date

Published on:

আগামী ১১ মার্চ লঞ্চ হতে চলেছে iQOO Neo 10R 5G স্মার্টফোন। লঞ্চের আগে ইতিমধ্যেই অ্যামাজনে এর মাইক্রো সাইট লাইভ হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির বিশেষ বিশেষ স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে। এর পাশাপাশি, টিপস্টারদের দৌলতে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। সম্প্রতি আবার iQOO Neo 10R 5G কে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আসুন আপাতত ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  নেটওয়ার্ক ছাড়াই ভয়েস চ্যাটিং, Xiaomi ও Poco ফোনে এল চমৎকার HyperOS আপডেট

iQOO Neo 10R 5G পেল BIS সার্টিফিকেশন থেকে ছাড়পত্র

আইকো নিও ১০আর ৫জি স্মার্টফোনটি বিআইএস সার্টিফিকেশন সাইটে I2221 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এই একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছিল। তবে বিআইএস লিস্টিং থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

যদিও এক্সপার্টপিকের রিপোর্ট থেকে এর কিছু ফিচার সামনে এসেছে। যেমন আসন্ন আইকো নিও ১০আর ৫জি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে বলে দাবি করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ বাজারে আসবে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে এটি সিঙ্গেল কোর টেস্টে ১৯৪৪ এবং মাল্টি-কোর টেস্টে ৫০৬২ স্কোর করেছে।

READ MORE:  iQOO Z10x 5G: মধ্যবিত্তের বাজেটে দুর্দান্ত ফোন আনছে iQOO, শক্তিশালী ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে ভারতে | iQOO Z10x 5G India Launch Date

এদিকে আইকো দ্বারা শেয়ার করা একটি টিজার প্রকাশ করেছে যে iQOO Neo 10R 5G স্মার্টফোনে বর্গাকার আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। এরমধ্যে দুটি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। আর প্রাইমারি ক্যামেরা ওআইএস সাপোর্ট করবে। ফোনটি মুননাইট টাইটানিয়াম এবং রেজিং ব্লু কালার অপশনে আসবে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে।

ব্যাটারি ও চার্জিং

অ্যামাজনের মাইক্রো সাইট থেকে জানা গেছে, এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এতে আল্ট্রা গেম মোডও পাওয়া যাবে।

READ MORE:  iQOO Neo 11 Series Feature: তৈরি হবে নতুন রেকর্ড, এই প্রথম স্মার্টফোনে 7000+ mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং | iQOO Neo 11 7000mah Battery

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.