iQOO Neo 10R Features: চোখের পলকে ফুল চার্জ হবে ফোন! বিরাট চমকের সঙ্গে দেশে আসছে iQOO Neo 10R | iQOO Neo 10R India Launch on March 11

iQOO Neo 10R ভারতে ১১ মার্চ মুক্তি পেতে চলেছে। বস্তুত, এটি দেশের প্রথম Neo 10 সিরিজের মডেল। অফিসিয়াল লঞ্চের পূর্বে, সংস্থাকে ফোনটির বিভিন্ন ফিচার্স এবং স্পেসিফিকেশন প্রকাশ করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে আইকিউ-এর আসন্ন হ্যান্ডসেটে Snapdragon 8s Gen 3 প্রসেসর, ২,০০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং অপটিক্যাল ইমেজ স্টেবালিইজেশন বা OIS সাপোর্ট থাকবে। আর এখন, iQOO Neo 10R মডেলটির ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ হয়েছে।

READ MORE:  আজ থেকে Flipkart-এ শুরু Big Saving Days সেল, স্যামসাং, মোটো ও আইফোনে রয়েছে ফাটাফাটি ছাড়

কোম্পানির লেটেস্ট টিজার ডিভাইসটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট নিশ্চিত করেছে। অর্থাৎ অনেক কম সময়ের মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। iQOO Neo 10R ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইট এবং আমাজনে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগেই টিজার পোস্টার থেকে ফোনের ডিজাইন সামনে এসেছে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।

READ MORE:  19 মিনিটে ফুল চার্জ হবে, 120W ফাস্ট চার্জিং সহ আসা সবচেয়ে সস্তা 5 স্মার্টফোন, Redmi আছে লিস্টে

iQOO Neo 10R রেজিং ব্লু ও মুননাইট টাইটেনিয়াম কালার অপশনে উপলব্ধ হবে। কোম্পানি ফোনটিকে সেগমেন্টের সবচেয়ে দ্রুততম মডেল হিসেবে দাবি করা হচ্ছে যার আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্কোর প্রায় ১.৭ মিলিয়ন। এই সেগমেন্ট ৩০,০০০ টাকার নিচে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ফোনটির প্রারম্ভিক দাম এই রেঞ্জের মধ্যে থাকার একটা ইঙ্গিত পাওয়া যায়।

সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, আইকিউ নিও ১০আর ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, ৫০ মেগাপিক্সেশের একটি সনি এলওয়াইটি ৬০০ প্রাইমারি ক্যামেরা + একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৪০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি অফার করতে পারে।

READ MORE:  যেমন ক্যামেরা তেমন পারফরম্যান্স, স্ন্যাপড্রাগন প্রসেসরের এই 5G স্মার্টফোনের দাম হু হু করে কমলো

Scroll to Top