লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Neo 10R Launched in India: সনি ক্যামেরার সাথে সুপার ফাস্ট প্রসেসর, iQOO Neo 10R ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ হল, দাম কত

Published on:

প্রত্যাশা মতোই iQOO Neo 10R আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। এটি এই সেগমেন্টর সবচেয়ে দ্রুততম স্মার্টফোন। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে ৯০ এফপিএসে গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। iQOO Neo 10R তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, প্রথমটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, দ্বিতীয়টি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং তৃতীয়টি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শেষের মডেলে অতিরিক্ত ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

iQOO Neo 10R ফোনের ভারতে দাম ও সেল অফার

আইকো নিও ১০আর এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩০,৯৯৯ টাকা।

READ MORE:  হ্যাক হবে না ফোন, পাওয়া যাবে AI ফিচার, OnePlus Nord সিরিজের ফোনে এল নতুন OxygenOS আপডেট | OnePlus Nord 3 Nord 4 OxygenOS 15 Update in India

আগামী ১৯ মার্চ অ্যামাজন ও আইকো ই-স্টোর থেকে iQOO Neo 10R কেনা যাবে। প্রথম সেলে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোনের সাথে ২,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এটি ৬ মাস নো কস্ট ইএমআই সহ কেনা যাবে।

iQOO Neo 10R এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো নিও ১০আর স্মার্টফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

READ MORE:  iQOO Neo 10R Features: চোখের পলকে ফুল চার্জ হবে ফোন! বিরাট চমকের সঙ্গে দেশে আসছে iQOO Neo 10R | iQOO Neo 10R India Launch on March 11

ফটোগ্রাফির জন্য আইকো নিও ১০আর ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 10R ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, পাঁচ বছর ধরে দৈনিক চার্জ দেওয়ার পরও এই ব্যাটারি তার ক্ষমতা বজায় রাখবে। ডিভাইসটির ডিজাইন মুন-নাইট টাইটানিয়াম থিমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি আইপি৬৫ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

READ MORE:  Samsung Galaxy S23 Ultra Discount: চমৎকার ক্যামেরা, অর্ধেক দামে Samsung Galaxy S23 Ultra, মিলছে ৭৯ হাজার টাকা ডিসকাউন্ট | 200 Megapixel Camera Samsung Galaxy S23 Ultra

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.