iQOO Neo 9 Pro 5G Features: শুরু হল iQOO Quest Days সেল, দুর্দান্ত সেলফি ক্যামেরা ও আল্ট্রা ফাস্ট চার্জিং স্মার্টফোনে বাম্পার ছাড় | iQOO Neo 9 Pro 5G Price Cut
অ্যামাজনে আজ থেকে শুরু হল iQOO Quest Days সেল। ৪ এপ্রিল পর্যন্ত চলা এই সেলে আপনি iQOO-এর স্মার্টফোনগুলি সেরা ডিল সহ কিনতে পারবেন। যদি আপনি ৩০ হাজার টাকার বাজেটে কোনো পাওয়ারফুল ফোন খুঁজে থাকেন, তাহলে iQOO Neo 9 Pro 5G মডেলটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। সেলে ফোনটি ২০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
এর উপর আলাদাভাবে ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ২,৮৯৯ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আবার এইচডিএফসি ও ফেডারেল ব্যাঙ্কের কার্ডে মিলবে ২,৭৫০ টাকা ছাড়। অন্যান্য ব্যাঙ্কের কার্ডেও ছাড় আছে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২২,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
আইকো নিও ৯ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি 1.5K এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৩০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রিনো ৭৩০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে LED ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়া, সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.