iQOO Z10 5G Battery: স্মার্টফোনের জগতে বিপ্লব! ১১ই এপ্রিল লঞ্চ হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন | iQOO Z10 5G Launch Date April 11
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে দেখা যাচ্ছে। অত্যাধুনিক রসায়ন ব্যবহারের ফলে কম জায়গাতেই বেশি ক্যাপাসিটির ব্যাটারি ফিট হয়ে যাচ্ছে, ফলে চার্জ থাকছে দীর্ঘক্ষণ। একধাপ এগিয়ে এবার ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ ভারতে ৭,৩০০ এমএএইচ ব্যাটারির একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল।
iQOO Z10 5G ভারতে ১১ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ভারতের কোনও স্মার্টফোনের সবচেয়ে বড় ব্যাটারি বলে দাবি করছে কোম্পানি। পূর্বসূরি iQOO Z9 এর ৫০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় এটি বিশাল আপগ্রেড। টিজারে ডুয়াল রিয়ার ক্যামেরা ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট নিশ্চিত করা হয়েছে।
স্মার্টপিক্সের একটি প্রতিবেদন অনুসারে, iQOO Z10 5G ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। এটি ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসরে রান করবে। ৮ জিবি + ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।
ফটোগ্রাফির জন্য, ফোনের ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। সামনের দিকে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটির ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এতে একটি আইআর ব্লাস্টারও থাকবে। iQOO Z10 5G এর দাম ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটি সংস্থার ওয়েবসাইট ছাড়াও আমাজন থেকে পাওয়া যাবে।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.