লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z10 5G Price: iQOO Z10 5G দেশের সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে, সনি ক্যামেরা সহ আসা এই ফোনের দাম কত থাকবে | iQOO Z10 5G 7300mah Battery

Published on:

ডিভাইসটি মাত্র ০.৭৮৯ সেমি পুরু হবে। আর iQOO Z10 5G গ্লেসিয়ার সিলভার কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

সুমন পাত্র, কলকাতা: iQOO সম্প্রতি ভারতীয় বাজারে Neo 10R স্মার্টফোনটি নিয়ে এসেছে। এবার সংস্থাটি দেশের সবচেয়ে বড় ব্যাটারির নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এর নাম iQOO Z10 5G। আগামী ১১ এপ্রিল ডিভাইসটি এদেশে পা রাখবে। আজ iQOO একটি পোস্টার মারফত জানিয়েছে যে, এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি হবে সবচেয়ে পাতলা স্মার্টফোন। ডিভাইসটি মাত্র ০.৭৮৯ সেমি পুরু হবে। আর iQOO Z10 5G গ্লেসিয়ার সিলভার কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  iQOO Z9x 5G Huge Discount: ১০ হাজার টাকায় 5G স্মার্টফোন, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | 5G Smartphones Under 10000 Rupees

iQOO Z10 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)

আইকো জেড১০ ৫জি মডেলে ৬.৬৭-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে যা ২৪০০×১০৮০ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লেটি ২০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। আইকো জেড১০ ৫জি ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ভারতে লঞ্চ হওয়া এখনও পর্যন্ত কোনো স্মার্টফোনে নেই। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Realme GT 7 Pro Discount: দূরের ছবিও ঝাক্কাস উঠবে, সেরা ক্যামেরা ও 120W ফাস্ট চার্জিংয়ের Realme স্মার্টফোন হল সস্তা | Realme GT 7 Pro 50 Megapixel Camera

পারফরম্যান্সের জন্য আইকো জেড১০ ৫জি ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ৮ জিবি র‌্যাম এবং ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে, এর সাথে থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন।

ফটোগ্রাফির জন্য, আইকো জেড১০ ৫জি হ্যান্ডসেটে OIS সহ ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  Infinix Note 50x 5G Plus Launched: সবচেয়ে সস্তা মিলিটারি গ্রেড ফোন আনল Infinix, দুর্ধর্ষ ফিচার সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Infinix Note 50x 5G Plus Price India

iQOO Z10 5G এর দাম (লিক)

iQOO Z10 5G ভারতে ১১ এপ্রিল লঞ্চ হতে চলেছে। যদিও অফিসিয়াল দাম নিশ্চিত করা হয়নি, তবে কিছু টিপস্টারদের মতে ফোনটির মূল্য ২০,০০০ টাকার থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.