iQOO Z10 5G Price: iQOO Z10 5G দেশের সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে, সনি ক্যামেরা সহ আসা এই ফোনের দাম কত থাকবে | iQOO Z10 5G 7300mah Battery
ডিভাইসটি মাত্র ০.৭৮৯ সেমি পুরু হবে। আর iQOO Z10 5G গ্লেসিয়ার সিলভার কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
সুমন পাত্র, কলকাতা: iQOO সম্প্রতি ভারতীয় বাজারে Neo 10R স্মার্টফোনটি নিয়ে এসেছে। এবার সংস্থাটি দেশের সবচেয়ে বড় ব্যাটারির নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এর নাম iQOO Z10 5G। আগামী ১১ এপ্রিল ডিভাইসটি এদেশে পা রাখবে। আজ iQOO একটি পোস্টার মারফত জানিয়েছে যে, এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি হবে সবচেয়ে পাতলা স্মার্টফোন। ডিভাইসটি মাত্র ০.৭৮৯ সেমি পুরু হবে। আর iQOO Z10 5G গ্লেসিয়ার সিলভার কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
আইকো জেড১০ ৫জি মডেলে ৬.৬৭-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে যা ২৪০০×১০৮০ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লেটি ২০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। আইকো জেড১০ ৫জি ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ভারতে লঞ্চ হওয়া এখনও পর্যন্ত কোনো স্মার্টফোনে নেই। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য আইকো জেড১০ ৫জি ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ৮ জিবি র্যাম এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে, এর সাথে থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন।
ফটোগ্রাফির জন্য, আইকো জেড১০ ৫জি হ্যান্ডসেটে OIS সহ ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
iQOO Z10 5G ভারতে ১১ এপ্রিল লঞ্চ হতে চলেছে। যদিও অফিসিয়াল দাম নিশ্চিত করা হয়নি, তবে কিছু টিপস্টারদের মতে ফোনটির মূল্য ২০,০০০ টাকার থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকবে।
ঢাকঢোল না পিটিয়ে ফের একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করল শাওমি। নতুন মডেলটির নাম…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
সেরা সেলফি ক্যামেরা ও কার্ভড ডিসপ্লের ফোন খোঁজ করলে, আমরা আপনার জন্য তিনটি চমৎকার বিকল্পের…
Samsung তাদের সাশ্রয়ী মূল্যের ফ্লিপ ফোন Galaxy Z Flip 7 FE লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তলপি তলপা গুটিয়ে বহু আগেই উধাও হয়েছে শীত। মাঝে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া…
বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে সম্পর্কে যাঁরা অল্প বিস্তর জানেন তাঁরা BYD বা বিল্ড ইওর ড্রিমস নামক…
This website uses cookies.