লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z10 Camera: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ সবচেয়ে বড় ব্যাটারি, iQOO Z10 ফোনের দামে বিরাট চমক | iQOO Z10 Launch Date

Published on:

iQOO Z10-এর মডেল নম্বর I2407। আর হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট সহ আসবে। ডিভাইসটি ৭৬৫,২৩৪ এর AnTuTu স্কোর অর্জন করেছে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: আইকোর নতুন ফোন iQOO Z10 আগামী মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। আইকোর এই নতুন ফোনের বিশেষত্ব হল, এটি এখন পর্যন্ত সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি এবং গোলাকার ক্যামেরা মডিউল সহ আসবে। আগামী ১১ এপ্রিল ডিভাইসটি এদেশে পা রাখবে। তার আগে Smartprix থেকে iQOO Z10 এর সমস্ত ফিচার এবং দাম ফাঁস করা হয়েছে।

READ MORE:  OnePlus ইউজারদের জন্য সুখবর, ফোনের সমস্যা মেটাতে চলে এল নতুন সফটওয়্যার আপডেট

প্রতিবেদনে আইকোর এই ফোনটির AnTuTu বেঞ্চমার্ক সাইটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। এই স্ক্রিনশট অনুযায়ী, Z10-এর মডেল নম্বর I2407। আর হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট সহ আসবে। ডিভাইসটি ৭৬৫,২৩৪ এর AnTuTu স্কোর অর্জন করেছে।

iQOO Z10-এর দাম (সম্ভাব্য)

স্মার্টপ্রিক্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে আইকো জেড১০ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, যেগুলি হল ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটির দাম ২১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে, যার সাথে ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হতে পারে। ফলে এটি লঞ্চের পর ১৯,৯৯৯ টাকায় কেনা যেতে পারে। এটি গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে।

READ MORE:  Samsung Galaxy S25 5G Discount: নতুন Samsung Galaxy S25 5G ফোনে ৪৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এখান থেকে অর্ডার করুন | Samsung Galaxy S25 5G Price

iQOO Z10 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো জেড১০ হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরের সাথে আসতে পারে। এতে UFS 2.2 স্টোরেজ পাওয়া যেতে পারে। স্মার্টফোনটি ৭.৯ মিমি পুরু হবে এবং ওজন ২০০ গ্রামের কম হবে।

আইকো ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ফোনটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এখনও পর্যন্ত সবচেয়ে বড় ৭৩০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে।

READ MORE:  HTC Wildfire E7 E4 Plus: নস্টালজিয়া ফিরিয়ে অনেকদিন পর বাজারে দুই নতুন স্মার্টফোন আনছে HTC | HTC Wildfire E7 E4 Plus Launch

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.