iQOO Z10 Camera: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ সবচেয়ে বড় ব্যাটারি, iQOO Z10 ফোনের দামে বিরাট চমক | iQOO Z10 Launch Date
iQOO Z10-এর মডেল নম্বর I2407। আর হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট সহ আসবে। ডিভাইসটি ৭৬৫,২৩৪ এর AnTuTu স্কোর অর্জন করেছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: আইকোর নতুন ফোন iQOO Z10 আগামী মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। আইকোর এই নতুন ফোনের বিশেষত্ব হল, এটি এখন পর্যন্ত সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি এবং গোলাকার ক্যামেরা মডিউল সহ আসবে। আগামী ১১ এপ্রিল ডিভাইসটি এদেশে পা রাখবে। তার আগে Smartprix থেকে iQOO Z10 এর সমস্ত ফিচার এবং দাম ফাঁস করা হয়েছে।
প্রতিবেদনে আইকোর এই ফোনটির AnTuTu বেঞ্চমার্ক সাইটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। এই স্ক্রিনশট অনুযায়ী, Z10-এর মডেল নম্বর I2407। আর হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট সহ আসবে। ডিভাইসটি ৭৬৫,২৩৪ এর AnTuTu স্কোর অর্জন করেছে।
স্মার্টপ্রিক্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে আইকো জেড১০ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, যেগুলি হল ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটির দাম ২১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে, যার সাথে ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হতে পারে। ফলে এটি লঞ্চের পর ১৯,৯৯৯ টাকায় কেনা যেতে পারে। এটি গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে।
আইকো জেড১০ হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরের সাথে আসতে পারে। এতে UFS 2.2 স্টোরেজ পাওয়া যেতে পারে। স্মার্টফোনটি ৭.৯ মিমি পুরু হবে এবং ওজন ২০০ গ্রামের কম হবে।
আইকো ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ফোনটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এখনও পর্যন্ত সবচেয়ে বড় ৭৩০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.