লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z10 Feature: আধ ঘন্টায় 7,300mAh ব্যাটারি ফুল চার্জ! অবাক করা ফিচার iQOO Z10 স্মার্টফোনে | iQOO Z10 Antutu Score

Published on:

iQOO Z10 ফোনটিতে  শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে ফাস্ট চার্জিং।

iQOO Z10 বর্তমানে প্রযুক্তি মহলে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই স্মার্টফোন বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারির সাথে ভারতে ১১ এপ্রিল লঞ্চ হতে চলেছে। এটি বর্তমানে উপলব্ধ মূলধারার ব্র্যান্ডগুলির ফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি। আইকিউ টিজারের মাধ্যমে ফোনটির নানা তথ্য প্রকাশ করতে শুরু করেছে। আজ যেমন iQOO Z10 এর চার্জিং ও ডিসপ্লে ডিটেলস প্রকাশ হয়েছে। একইসাথে ডিভাইসটির দাম লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে।

READ MORE:  আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

iQOO Z10-এর চার্জিং ও ডিসপ্লের তথ্য প্রকাশ হল

iQOO Z10 ফোনটিতে  শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে ফাস্ট চার্জিং। এটি ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সমর্থন করবে। আইকিউ দাবি করেছে যে, মাত্র ৩৩ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, ডিভাইসটি পাতলা ডিজাইনের হবে, যার পুরুত্ব মাত্র ৭.৮৯ মিমি।

কোম্পানি আরও নিশ্চিত করেছে যে Z10-তে একটি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকবে। এটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে — গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক। স্মার্টপ্রিক্সের একটি রিপোর্ট ফোনের মেমরি ও দাম ফাঁস করেছে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে iQOO Z10। তবে র‍্যাম কতটা থাকবে তা এখনও অজানা।

READ MORE:  Realme GT 7 Pro Racing Edition Launched: 16 জিবি র‍্যামের দুর্দান্ত ফোন আনল রিয়েলমি, রয়েছে 6500mah ব্যাটারি ও 120W চার্জিং | Realme GT 7 Pro Racing Edition Price

বেস ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হবে ২১,৯৯৯ টাকা থেকে। তবে ২০০০ টাকার ব্যাঙ্ক অফার ধরে লঞ্চের সময় ডিভাইসটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। প্রসঙ্গত, পূর্বসূরী iQOO Z9 ভারতে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। AnTuTu- এর বেঞ্চমার্কিং পরীক্ষায় স্মার্টফোনটি ৭,৬৫,২৪৩ পয়েন্ট পেয়েছে। এতে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আইকিউ-এর মূল সংস্থা ভিভো এপ্রিলে ৭,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি নতুন ফোন আনতে চলেছে। Vivo T4 5G নামের নতুন ফোনটিতে ৮ জিবি + ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর, এবং ২ মেগাপিক্সলের ডেপ্থ সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.