লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z10 Launched: লঞ্চ হল দেশের প্রথম 7300mAh ব্যাটারির ফোন, দামও কম iQOO Z10 এর | iQOO Z10 Price in India

Published on:

ভিভোর সাব-ব্র্যান্ড iQOO আজ ভিরতে iQOO Z10 স্মার্টফোন লঞ্চ করল। এটি দেশের প্রথম 7300mAh ব্যাটারি ক্যাপাসিটি সহ আসা স্মার্টফোন। পাওয়ারফুল ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর মিলিয়ে এটি মিড-রেঞ্জে একটি পরিপূর্ণ অলরাউন্ডার ডিভাইস হিসেবে সামনে বাজারে এসেছে। আর এর দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। আসুন iQOO Z10 এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO Z10 এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

আইকো জেড10 এর 8GB র‌্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা। অন্যদিকে, এর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 23,999 টাকা ও 25,999 টাকা। আগামী 16 এপ্রিল অ্যামাজন থেকে এর সেল শুরু হবে। প্রথম সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এটি মাত্র 19,999 টাকায় কেনা যাবে। এটি গ্লেসিয়ার সিলভার ও স্টেলার ব্ল্যাক কালারে এসেছে।

READ MORE:  ফ্লাট ১৫ হাজার টাকা ডিসকাউন্ট, Realme-র সবচেয়ে সেরা স্মার্টফোন অবিশ্বাস্য কম দামে

iQOO Z10 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড10 ফোনের সামনে দেখা যাবে 6.77 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 5000 নিট (হাই ব্রাইটনেস মোডে 1300 নিট)। ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ডিভাইসটি MIL-STD-810H ও IP65 সার্টিফায়েড, ফলে এটি টেকসই এবং জল-ধুলো প্রতিরোধী।

READ MORE:  এবার 7,500mAh ব্যাটারির ফোন আনছে রেডমি, থাকবে 100W ফাস্ট চার্জ সাপোর্ট

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর এবং অ্যাড্রেনো 720 জিপিইউ দেওয়া হয়েছে। এটি চলে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনে

ব্যাটারি ও ক্যামেরা

আইকো জেড10 ফোনের অন্যতম আকর্ষণ হল বিশাল 7300mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর (OIS-সহ) এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে পাওয়া যাবে 8MP সেলফি ক্যামেরা।

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে অনেক সস্তায় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola ফোন | 50MP Selfie Camera Offer

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.