iQOO Z10 Turbo Battery: সুপার চার্জিং ফোন হবে iQOO Z10 Turbo, ৭৬০০mAh ব্যাটারি সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | iQOO Z10 Turbo Launch Date

আইকো তাদের দুটি নতুন স্মার্টফোন- iQOO Z10 এবং Z10 Turbo আগামী মাসে চীনে লঞ্চ করতে পারে। সিরিজের বেস ভ্যারিয়েন্টে ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে টার্বো ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসর থাকবে। ফোনগুলি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করেনি সংস্থা। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এর ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং এবং প্রসেসর সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। রিপোর্টে ফোনটির নাম উল্লেখ না করলেও মনে করা হচ্ছে এই ডিভাইসটি iQOO Z10 Turbo হতে পারে।

READ MORE:  Vivo V50 5G Price: ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V50 5G ফোনের দামে বড়সড় পতন, এত সস্তায় কিনতে পারবেন | Vivo V50 5G Offers

৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে

রিপোর্ট অনুসারে, আইকো জেড১০ টার্বো স্মার্টফোনে ৭৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিজিটাল চ্যাট স্টেশনে ফোনটির নাম উল্লেখ না করলেও চার্জিং স্পিড ও ব্যাটারির ওপর ভিত্তি করে মনে করা হচ্ছে, এই ফোনটি জেড১০ টার্বো হতে পারে। এতে ১.৫কে রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট।

৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে

টার্বো মডেলে প্লাস্টিক ফ্রেম দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য, এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এরমধ্যে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য আইকো জেড১০ টার্বো ফোনে শর্ট ফোকাস ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে। কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে এটি Vivo Y300 GT এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

READ MORE:  iQOO Z10 Turbo: শাওমি, ভিভো ছেড়ে এই কোম্পানির ফোন কিনবে মানুষ, কারণ জানলে অবাক হবেন

ভারতে লঞ্চ হয়েছে iQOO Neo 10R

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন iQOO ফোন Neo 10R। এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে পাওয়া যেতে পারে। এর পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট পর্যন্ত। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Vivo V50 Camera: 6000mah ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অনবদ্য ফোন Vivo V50 দেশে এল | Vivo V50 Launched India

Scroll to Top