লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z10 Turbo Launched: 50MP ক্যামেরা ও 7620mAh ব্যাটারি সহ লঞ্চ হল iQOO Z10 Turbo ও Z10 Turbo Pro ফোন

Published on:

চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে প্রায় ২০ হাজার টাকা। উভয় মডেলে আছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৭৬২০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ও মিড রেঞ্জ প্রসেসর। আসুন iQOO Z10 Turbo ও iQOO Z10 Turbo Pro এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO Z10 Turbo ও iQOO Z10 Turbo Pro এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

আইকো জেড১০ টার্বো ও আইকো জেড১০ টার্বো প্রো ফোন দুটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আইকো জেড১০ টার্বো এর দাম শুরু হয়েছে ১৭৯৯ ইউয়ান (প্রায় ২১,০২৫ টাকা) থেকে এবং জেড১০ টার্বো প্রো এর দাম ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৩৬৫ টাকা) ধার্য করা হয়েছে। হ্যান্ডসেট দুটি চীনে কিনতে পাওয়া যাচ্ছে, তবে এগুলি কবে ভারতে আসবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  প্যান কার্ড ২.০ নিয়ে দেশজুড়ে জালিয়াতি, UPI ব্যবহারকারীদের সতর্ক করল NPCI

iQOO Z10 Turbo ও iQOO Z10 Turbo Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও পারফরম্যান্স

আইকো জেড১০ টার্বো ও আইকো জেড১০ টার্বো প্রো উভয় মডেলে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন (২৮০০x১২৬০ পিক্সেল), ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য বেস মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট এবং প্রো মডেলে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর।

ক্যামেরা

READ MORE:  Oppo F29 Pro 5G নাকি Nothing Phone 3a Pro: নতুন দুই ফিচারে ঠাসা ফোনের মধ্যে সেরা কোনটা

ফটোগ্রাফির জন্য আইকো জেড১০ টার্বো ও আইকো জেড১০ টার্বো প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা উপস্থিত। জেড১০ টার্বো মডেলে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে, প্রো মডেলে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য উভয় মডেলেই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Z10 Turbo মডেলে ৭৬২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি মাত্র ৩৪ মিনিটে ৬০% পর্যন্ত চার্জ হতে পারে।

READ MORE:  Google Time Travel: ৩০ বছর আগে কেমন ছিল আপনার পাড়া, রাস্তাঘাট! দেখতে দিচ্ছে গুগল টাইম ট্রাভেল | Google Time Travel Locality Omage 30 Years ago

অন্যদিকে Z10 Turbo Pro মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১২০ ওয়াট সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই প্রযুক্তি ৩৩ মিনিটে ব্যাটারিকে ফুল চার্জ করে দেবে।

অন্য ফিচার

ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এগুলি IP65 রেটিং ধুলো ও জলরোধী ক্ষমতা নিয়ে এসেছে। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.