iQOO Z10 Turbo Specification: মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে iQOO Z10 Turbo ও iQOO Z10 Turbo Pro শীঘ্রই বাজারে আসছে | iQOO Z10 Turbo Pro Launch Timeline
আইকো এবছর দুটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এদের নাম iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro। গত কয়েক সপ্তাহ ধরেই এদের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে যে এই ফোনগুলি বছরের দ্বিতীয় কোয়ার্টারে চীনে লঞ্চ হবে। যদিও আইকোর তরফে এদের সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে একজন টিপস্টার এই স্মার্টফোনগুলির সম্ভাব্য লঞ্চের সময় এবং ফিচার শেয়ার করেছেন। বলার অপেক্ষা রাখে না যে, আসন্ন ফোন দুটি iQOO Z9 Turbo এবং iQOO Z9 Turbo+ এর উত্তরসূরি হবে, যেগুলি যথাক্রমে গতবছর এপ্রিল এবং সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, আইকো জেড১০ টার্বো এবং আইকো জেড১০ টার্বো প্রো এপ্রিল মাসে চীনে লঞ্চ হতে পারে। টিপস্টার বলেছেন যে এই বছরের দ্বিতীয়ার্ধে আইকো জেড১০ সিরিজের অন্যান্য ভ্যারিয়েন্টগুলিও লঞ্চ হতে পারে।
এর সাথে জানা গেছে যে, আইকো জেড১০ টার্বো সিরিজের দুই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ প্লাস এবং অঘোষিত স্ন্যাপড্রাগন 8M8735 চিপসেট দেওয়া হবে। পরের প্রসেসরের নাম হতে পারে স্ন্যাপড্রাগন ৮এস এলিট। এছাড়া ডিভাইস দুটিতে “ফ্ল্যাগশিপ লেভেলের গ্রাফিক্স চিপ” এবং ১.৫কে এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে থাকবে।
এদিকে আইকো জেড১০ টার্বো এবং আইকো জেড১০ টার্বো প্রো স্মার্টফোনে যথাক্রমে ৭০০০ এমএএইচ ও ৭৫০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি দেওয়া হবে। টিপস্টারের মতে, বড় ব্যাটারি হলেও ফোনের ওজন কম থাকবে।
এর আগে একই টিপস্টার দাবি করেছিলেন যে iQOO Z10 Turbo Pro তে ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর মডেল নম্বর V2453A এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলবে। ফোনটি ১২ জিবি র্যাম এবং অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮এস এলিট চিপসেটের সঙ্গে লঞ্চ হবে।
অন্যদিকে, বেস iQOO Z10 Turbo এর মডেল নম্বর হবে V2452A এবং এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট ব্যবহার করা হবে।
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
This website uses cookies.