লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z10 Turbo Specification: বাপরে! 7000 এমএএইচ ব্যাটারি ও 12 জিবি র‍্যামের সাথে দেশে আসছে iQOO Z10 Turbo | iQOO Z10 Turbo 7000mah Battery

Published on:

iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের সাথে ভারতে লঞ্চ হবে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ বর্তমানে ভারতে iQOO Z10 5G আনার তোড়জোড় শুরু করেছে, যা ১১ই এপ্রিল লঞ্চ হওয়ার কথা রয়েছে। এতে বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। আবার এর মধ্যেই Z সিরিজের আরও একটি স্মার্টফোনের খবর সামনে আসতে শুরু করেছে। টিপস্টার পারস গুগলানি জানিয়েছেন যে, Z10 5G-এর পরপরই কোম্পানি Z10 Turbo সংস্করণের উপর কাজ শুরু করে দেবে।

READ MORE:  Samsung Galaxy A15: স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, পুরানো ডিভাইসে আসছে OneUI 7.0 আপডেট | Samsung Galaxy A15 OneUI 7.0 Update

মেমরি ও কালার অপশন

ফাঁস হওয়া তথ্যগুলি ইঙ্গিত দিচ্ছে যে, iQOO Z10 Turbo এমন একটি স্মার্টফোন হবে যা পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফের উপর বেশি জোর দেবে। এটি ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। উভয় মডেলে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। কালার অপশনগুলির মধ্যে গোল্ডেন ও সিলভার অর্ন্তভুক্ত থাকতে পারে।

ব্যাটারি, ডিসপ্লে, ও ক্যামেরা

iQOO Z10 Turbo-এর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে অন্যতম হল ব্যাটারির ক্ষমতা। এটির ভারতীয় ভেরিয়েন্টে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে চাইনিজ সংস্করণে আরও বড় ৭,৬০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ হতে পারে। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড এলটিপিএস ডিসপ্লে থাকবে যার রেজোলিউশন ১.৫K। পিছনের ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকতে পারে। অন্যদিকে, সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা।

READ MORE:  Flipkart OMG Sale: চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দুর্ধর্ষ ফিচারের Oppo Find X8 Pro ফোনে ৯৯৯৯ টাকা ছাড় | Oppo Find X8 Pro 50MP Quad Camera

প্রসেসর, চার্জিং, ও অন্যান্য ফিচার্স

আইকিউ জেড ১০ টার্বো ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে আশা করা যায়। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেটের সাথে লঞ্চ হতে পারে, যার লক্ষ্য মাঝারি থেকে উচ্চ স্তরের কোয়ালকমের প্রসেসরের সাথে প্রতিযোগিতা করা। যদি সত্য হয়, তাহলে এটি গেমিং ও মাল্টিটাস্কিং-এ ডিভাইসটিকে একটি অগ্রণী ভূমিকা দিতে পারে। এছাড়া, ফোনটিতে প্লাস্টিকের মিড-ফ্রেম ও শর্ট-ফোকাস ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Oppo Reno 14 Pro Features: অ্যাপলের স্টাইলে দুর্ধর্ষ ফোন আনছে Oppo, ক্যামেরায় থাকবে বিরাট চমক | Oppo Reno 14 Pro Launch expected in June 2025

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.