iQOO Z10x Specification: বাজার কাঁপাতে এপ্রিলেই লঞ্চ হচ্ছে iQOO Z10x, থাকবে বিশাল 6500mAh ব্যাটারি | iQOO Z10x Launch Date April 11
iQOO Z10 ভারতে ১০ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে। আবার Z10-এর পাশাপাশি একইদিনে iQOO Z10x মডেলটিও ভারতে লঞ্চ হবে বলে ঘোষণা করেছে কোম্পানি। এতেও খুব পাওয়ারফুল ব্যাটারি থাকবে। আইকিউ একে সেগমেন্টের দ্রুততম ফোন হিসাবে দাবি করছে।
আইকিউ জেড১০এক্স আগামী ১১ এপ্রিল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে, যার ফলে জেড১০এক্স এই সেগমেন্টের সবচেয়ে দ্রুততম স্মার্টফোন হওয়ার দাবি করা হয়েছে। এটি আনটুটু বেঞ্চমার্কে ৭.২ লক্ষের বেশি স্কোর করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি।
আমাজনে লাইভ হওয়া মাইক্রোসাইট আইকিউ জেড১০এক্স মডেলটিকে নীল রঙে দেখিয়েছে, যার পাশে উল্লম্বভাবে সাজানো ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা সেন্সরের ঠিক নীচে একটি ক্যামেরা রিং লাইটও আছে। স্মার্টফোনটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল বর্তমান। উল্লেখ্য, মডেলটি গত বছরের এপ্রিলে লঞ্চ হওয়া আইকিউ জেড৯এক্স এর জায়গা নেবে। এটি ১২,৯৯৯ টাকায় ভারতে এসেছিল।
iQOO Z10x এর পাশাপাশি Z10 ফোনটিকেও তার সেগমেন্টের সবচেয়ে দ্রুততম ফোন বলা হচ্ছে। এটির দাম প্রায় ২২,০০০ টাকা থেকে শুরু হবে। AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্মার্টফোনটি ৮.২ লক্ষ স্কোর করেছে বলে জানা গিয়েছে। এটির বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এতেও Snapdragon 7s Gen 3 চিপসেট ব্যবহার করা হচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । কেন্দ্রীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার শহরের…
ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে প্যান কার্ডের ভূমিকা অপরিসীম। বড় মাপের আর্থিক লেনদেন…
সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যবস্থাকে আরো উন্নত করতে কলকাতা বিমানবন্দর…
This website uses cookies.