iQOO Z9s Pro Price: সেল ছাড়াই Sony ক্যামেরা ফোনে ৭০০০ টাকা ডিসকাউন্ট, iQOO Z9s Pro বিরাট সস্তায় নিজের করুন | iQOO Z9s Pro 5G 50 Megapixel Sony Camera
আপনি যদি হাই বাজেট রেঞ্জে দুর্দান্ত একটি স্মার্টফোন কিনতে চান তাহলে ভিভো-র সাব ব্র্যান্ড আইকোর একটি হ্যান্ডসেট বেছে নিতে পারেন। এই ফোনের নাম iQOO Z9s Pro। এই হ্যান্ডসেটে আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর। আর ফোনটি এখন ২৩ শতাংশ ডিসকাউন্টে অ্যামাজন থেকে কেনা যাচ্ছে। এর সাথে আছে ব্যাঙ্ক অফার।
আইকো জেড৯এস প্রো এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি অ্যামাজন ইন্ডিয়ায় ২৩ শতাংশ ছাড়ের পর ২৯,৯৯৯ টাকার পরিবর্তে ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতি মাসে ১,১১৫ টাকা নো-কস্ট ইএমআই সহ ডিভাইসটি বাড়ি আনা যাবে। এর সাথে ১৮,৯৫০ টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে।
আইকো জেড৯এস প্রো স্মার্টফোনে ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ২৩৯২x১০৮০ পিক্সেল। পারফরম্যান্স জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলে।
এই iQOO স্মার্টফোনে ৫৫০০ এমএএইচ জাম্বো ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে আছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সর, যা ওআইএস সাপোর্ট করে এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা পোর্ট্রেট, ভিডিও, ডুয়াল-ভিউ এবং লাইভ ফটোর মতো ফিচার সাপোর্ট করে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চমানের একটি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ…
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
This website uses cookies.