iQOO Z9x 5G: মাত্র ১০৪৯৯ টাকায় সবচেয়ে দ্রুত স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি | iQOO Z9x 5G Camera and Price
অ্যামাজনে iQOO Z9x 5G ডিভাইসটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
বাজেট রেঞ্জে বড় ব্যাটারি এবং ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে সহ সস্তা 5G ফোন খোঁজ করলে iQOO Z9x 5G বেছে নিতে পারেন। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরও রয়েছে, যা একে এই সেগমেন্টের সবচেয়ে দ্রুত ফোন করে তোলে। অ্যামাজনে এই ডিভাইসটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। চলুন এই ডিলে iQOO Z9x 5G কত দামে কিনে নেওয়া যাবে দেখে নেওয়া যাক।
আইকো জেড৯এক্স ৫জি ফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন ডিভাইসটি অ্যামাজন সেলে ২,৫০০ টাকা ডিসকাউন্টের পর ১০,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
অফার এখানেই শেষ নয়, অ্যামাজন পে এর মাধ্যমে পেমেন্ট করলে ৩১৪ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পুরানো ডিভাইস বদল করলে ৭০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। এই এক্সচেঞ্জ অফার সম্পূর্ণরূপে আপনার ফোনের অবস্থার এবং মডেলের উপর নির্ভর করবে।
আইকো জেড৯এক্স ৫জি মডেলকে সেগমেন্টে সবচেয়ে দ্রুত ফোন হওয়ার দাবি করা হয়েছে, কারণ এই ফোনে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আছে। এর সামনে দেখা যাবে ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
পাওয়ার ব্যাকআপের জন্য আইকো জেড৯এক্স ৫জি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি একবার চার্জে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এর ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আইকোর ফোনটি দুই বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে।
iQOO Z9x 5G এর ক্যামেরার কথা বললে এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকে ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে ৮ মেডিকেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.