লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IRCTC Profit: টিকিট দূর, শুধু জল বিক্রি করেই বাজিমাত! মাত্র ৩ মাসে কোটি কোটি টাকা আয় IRCTC-র | Indian Railway Catering And Tourism Corporation Income 96 Core From Selling Rail Neer

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে যুক্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের বিগত তিন মাসের ব্যবসার মোট ফলাফল ঘোষণা করেছে। গত অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে সংস্থাটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। শুধুমাত্র জল বিক্রি করেই ৯৬ কোটি টাকা লাভ করেছে IRCTC সংস্থাটি। হ্যাঁ ঠিকই শুনেছেন।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

১৩.৭% বৃদ্ধি নিয়ে মোট লাভ ৩৪১ কোটি টাকা

IRCTC-এর অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসের সমন্বিত নেট মুনাফা বছরে ১৩.৭% বৃদ্ধি পেয়েছে এবং এই মুনাফা এখন ৩৪১ কোটি টাকায় পৌঁছে গেছে। সংস্থাটির আয়ও ১০% বৃদ্ধি পেয়েছে, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১২২৭.৭ কোটি টাকায়।

READ MORE:  ঘন্টায় ১১০০ কিমি গতি, ৩০ মিনিটেই দিল্লি! প্রস্তুত ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন ট্র্যাক

জল বিক্রি করেই ৯৬ কোটি টাকা আয়

আপনারা জানলে হয়তো অবাক হবেন, IRCTC সংস্থাটি শুধুমাত্র জল বিক্রি করেই ৩ মাসে ৯৬ কোটি টাকা আয় করেছে। শুধুমাত্র পানীয় জলের ব্যবসা থেকেই উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে এই সংস্থাটি। IRCTC মূলত ট্রেন এবং রেলওয়ে স্টেশনে ‘রেল নীর’ (Rail Neer) ব্র্যান্ডের পানীয় জল বিক্রি করে থাকে। গত তিন মাস এই ব্যবসা থেকে সংস্থাটি ৯৬.৩৫ কোটি টাকা আয় করেছে। 


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

বিগত বছরগুলিতে একই সময়ে এই আয় ছিল ৮৪ কোটি টাকা। তবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন প্রায় ৯৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ‘রেল নীর’ (Rail Neer) এর এই বিক্রি বৃদ্ধি দেখিয়েছে যে, সংস্থাটির প্রতি ত্রৈমাসিকে কীভাবে তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে। 

READ MORE:  বিদ্যুৎ বেচে আয়! নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, বাড়বে কর্মসংস্থান থেকে রোজগার

স্টক মার্কেটে IRCTC-এর শেয়ার বৃদ্ধি

শুধু জল বিক্রিতেই থেমে থাকেনি IRCTC। ত্রৈমাসিক ফলাফলের পর IRCTC তাদের শেয়ার বাজারেও সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক চতুর্থ ট্রেডের দিনে কোম্পানির শেয়ার ৭৫৯.১৫ কোটি টাকা দামে খোলা হয় এবং তা ৭২৭ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে সংস্থাটির বাজার মূলধন (Market Cap) ৬১,০৭০ কোটি টাকায় পৌঁছে গেছে।

READ MORE:  8th Pay Commission: ভালো কাজ করলে বাড়বে বেতন, নাহলে! ৮ম পে কমিশনে সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম? | If You Do Good Work, Your Salary Will Increase.

বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

ভারতীয় রেলের IRCTC সংস্থার মুনাফা এবং আয়ের এই বৃদ্ধির ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে এখন উৎসাহ দেখা দেবে এটা স্বাভাবিক। তবে স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগ আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ একটি কাজ।

IRCTC-এর এই সাফল্য দেখিয়ে দিয়েছে যে, ভারতীয় রেলের সঙ্গে যুক্ত থাকা এই সংস্থা শুধুমাত্র টিকিট বুকিং বা ক্যাটারিং নয়, জল বিক্রির মত একটি সাধারণ পরিষেবা দিয়েও বিশাল পরিমাণে মুনাফা অর্জন করতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.