IRCTC Thailand Tour: কম খরচে বিদেশ ভ্রমণ, একদম সস্তায় থাইল্যান্ড নিয়ে যাচ্ছে IRCTC | Indian Railway Catering And Tourism Corporation Thailand Tour Package

শ্বেতা মিত্র, কলকাতা: বিদেশ ভ্রমণের ইচ্ছা কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য অনেকে আগাম প্ল্যান করে হয়তো টাকাপয়সা জমিও রাখেন। কিন্তু সমস্যা হল, কীভাবে যেতে হয়, কোথায় থাকা, কোথায় কোথায় ঘোরা ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা অনেকেরই থাকে না। বিদেশ বিভূঁই বলে অনেক আশঙ্কাও থাকে। তবে এই সমস্যা এখন আর হবে না। কারণ IRCTC আপনার ঘুরিয়ে নিয়ে আসার পুরো দায়িত্ব গ্রহণ করছে, তাও আবার সুলভে।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

নামমাত্র খরচে ঘুরে আসুন থাইল্যান্ড

IRCTC থাইল্যান্ড ভ্রমণের জন্য নতুন একটা প্যাকেজ নিয়ে এসেছে। থাইল্যান্ড। এই দেশটাকে আমার অগুণতিবার দেখেছি টিভির পর্দায়। ঝাঁ চকচকে শহর, নীল সমুদ্র, সুন্দর বিচ, নাইট লাইফ… যেন এক টুকরো স্বর্গ। থাইল্যান্ড দক্ষিণ এশিয়ার সুন্দর দেশগুলির মধ্যে গণ্য হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকত দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে।

READ MORE:  ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

কবে শুরু হচ্ছে ভ্রমণ?

থাইল্যান্ড নিরাপদে ঘুরতে চাইলে IRCTC আপনাকে সাহায্য করতে পারে। ট্যুর প্যাকেজটি ২৩শে মার্চ, ২০২৫ তারিখে জয়পুর থেকে শুরু হচ্ছে। থাইল্যান্ডের ব্যাংকক এবং পাটায়া এই প্যাকেজে রয়েছে। থাকবে গাইড ও বিমার সুবিধা। এর প্যাকেজ কোড হল NJO05। ট্যুর প্যাকজটি মোট ৫ রাত ৬ দিনের জন্য।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

প্যাকেজের আওতায় আপনাকে ভারত থেকে বিমানের মাধ্যমে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। পর্যটকদের অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য থাকবে বাস। হোটেলের ব্যবস্থাও করে দেওয়া হবে। একজন ঘুরতে গেলে ৬২,৮৪৫ টাকা দিতে হবে। দু’জন এক সঙ্গে গেলে জনপ্রতি ভাড়া পড়বে ৫৪,৭১০ টাকা। আইআরসিটিসি-র এই ট্যুর প্যাকেজের নাম হল এক্সোটিক থাইল্যান্ড এক্স জয়পুর।

READ MORE:  এখন‌ও দিয়ে উঠতে পারেনি বিদ্যুতের বিল, এর‌ইমাঝে আদানির থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ সরকার
Scroll to Top