বিক্রম ব্যানার্জী, কলকাতা: সব উপেক্ষার জবাব এলো রবিবাসরীয় ম্যাচে। এবারের মরসুমে তাঁকে দলে জায়গা দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় দলেও প্রায় দেড় বছরের বেশি সময় ধরে উপেক্ষিত তিনি। এবার সেই খেলোয়াড়ই ব্যাট হাতে বুঝিয়ে দিলেন ক্ষমতা। জাত চেনালেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ (Ishan Kishan)। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট ধরেই সমস্ত বঞ্চনা, কুৎসা, অপপ্রচার ও সমালোচনার মুখে আগুন দিলেন ঈশান। অস্ত্র বিরাট সেঞ্চুরি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দুরন্ত সেঞ্চুরি গড়ে দলকে বড় সংখ্যা উপহার দিলেন ঈশান
রবির ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছে অরেঞ্জ আর্মি। এ মরসুমে পুরনো দল মুম্বইয়ে জায়গা হয়নি ঈশানের। তাই যা করতে হবে সবই হায়দরাবাদের জার্সি গায়ে। আর সেই লক্ষ্য নিয়েই এদিন RR বোলারদের ব্যাটের ঝোড়ো হাওয়া দেখান ভারতীয় ক্রিকেটার।
অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের পর ঈশান একাই দলের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলেছিলেন। প্রতিপক্ষের বোলারদের ছাতু করে মাত্র 47 বলে, 11টি চার ও 6টি ছয় সহযোগে 106 রানের বিরাট অপরাজিত ইনিংস খেলেন ঈশান। যার দরুণ রাজস্থানের খাতায় 287 রানের বড় লক্ষ্য জুড়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রস্তুতি ম্যাচ দেখেই বোঝা গিয়েছিল ঈশানের ক্ষমতা
মুম্বই থেকে বিতাড়িত হওয়ার পর তিনি যে 2025 মরসুমে নিজের ক্ষমতা জাহির করতে মরিয়া হয়ে উঠবেন এ কথা বোঝাই গিয়েছিল অনুশীলন পর্ব চলাকালীন। ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার IPL-এর প্রধান মঞ্চে যে রানের ফুলঝুরি ফোটাবেন তা নিজের অনুশীলনেই বুঝিয়ে দিয়েছিলেন।
রবিবার রাজস্থানের বিরুদ্ধে 19তম ওভারে সন্দীপ শর্মাকে পরপর দুটি দুরন্ত ছক্কা মেরে পরবর্তীতে ডবল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান কিষান।
অবশ্যই পড়ুন: বিপদ কমবে KKR-র? আসছে রিঙ্কুর নতুন অবতার! জানিয়ে দিলেন রাহানে
IPL-এর ইতিহাসে সর্বোচ্চ দলগত রান হায়দরাবাদের
গতবছর বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর বিপক্ষে দাপুটে ইনিংস খেলে 287 রানের লক্ষ্য বেঁধেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ দলগত রান।
তবে এ মরসুমের উদ্বোধনী ম্যাচে পা রেখেই নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে চেয়েছিলেন ঈশানরা। তবে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়েছে। রাজস্থানের বিপক্ষে 286 রান করে 20 ওভারের ইনিংস শেষ করে অরেঞ্জ আর্মির ছেলেরা। এখন দেখার, উইকেট হাতে রেখে রাজস্থান সেই লক্ষ্য পূরণ করতে পারে কিনা।