ISL 2024-25: মুম্বইকে গুঁড়িয়ে প্লে অফে ঐতিহাসিক জয় বেঙ্গালুরুর, বিপদ বাড়ল বাগানের? | MBSG Is Under Pressure For Bengaluru FC
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের(ISL 2024-25) নক আউট পর্বে মুম্বই সিটি এফসিকে শনিবার নাকানি-চোবানি খাইয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। যোগ্যতা অর্জনের ম্যাচে মুম্বইয়ের ছেলেদের একতরফা 5 গোল খাইয়ে সেমিতে আসন পাকা করেছে বেঙ্গালুরু এফসি।
ছেত্রীদের এই বিশাল জয়ের পর ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শেষ করেছে মুম্বই। অন্যদিকে, দুরন্ত ফুটবল খেলে এবারের মতো শেষ চারের লড়াইয়ে শক্তিশালী গোয়ার মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু। চাপ বাড়ল বাগানেরও?
শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের নকআউট পর্বের ম্যাচে শুরুর দিকে দাপট ধরে রেখেছিল মুম্বই। ম্যাচের রিপোর্ট বলছে, গোটা মহারণে 59.5 শতাংশ বল দখলের লড়াই দেখিয়েছিল মুম্বইয়ের ছেলেরাই। তবে কাজের কাজ হয়নি। এদিন বেঙ্গালুরুর আক্রমনাত্মক ফুটবলই প্রতিপক্ষের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সবচেয়ে মজার বিষয়, গতকালের ম্যাচে 6টি অন টার্গেট শটের মধ্যে 5টি শটই গোলে রূপান্তর করে বেঙ্গালুরু।
খেলার নবম মিনিট থেকেই গোলের সূচনা শুরু করেন ছেত্রীরা। এদিন এক পায়ে গোল পেয়েছেন, বেঙ্গালুরুর সিং ওয়াংজাম, এডগার মেন্ডেজ, রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী ও দিয়াজ। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও বেঙ্গালুরুর আক্রমণাত্মক ফুটবলের সামনে মুখ থুবড়ে পড়েছিল মুম্বইয়ের আত্মবিশ্বাস। ফলত, শেষ পর্যন্ত 5-0-তে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে বেঙ্গালুরু।
দলের ছেলেদের দুরন্ত ফুটবলের জোরে নকআউট পর্বে ঐতিহাসিক জয়ের পর এবার ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে শক্তিশালী গোয়ার বিপক্ষে দুই লেগের ম্যাচ খেলবে বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচটি আগামী 2 এপ্রিল ও পরবর্তী সেমি ফাইনাল 6 এপ্রিল রামনবমীর দিন। অন্যদিকে, বেঙ্গালুরুর কাছে লজ্জার পরাজয়ের পর এবারের মরসুম থেকে বিদায় নিল মুম্বই।
বেঙ্গালুরুর এমন ঐতিহাসিক জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মোহনবাগানকেও টেক্কা দিয়ে দেবেন সুনীল ছেত্রীরা? হিসেবটা মোটেও তেমন নয়। রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নক আউট পর্বের ম্যাচে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড। এই মহারণের জয়ী দলের সাথে সেমিফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: স্বদেশী খালিদকে জাতীয় দলের কোচ করার দাবি তুলল ইস্টবেঙ্গল
বলে রাখি, সেমির প্রথম লেগ অর্থাৎ 3 এপ্রিল জয়ী দলের বিরুদ্ধে মাঠে নামবেন শুভাশিস বসুরা। পরবর্তী ম্যাচটি রয়েছে 7 এপ্রিল। এদিকে, গোয়ার বিরুদ্ধে দুই লেগের সেমিফাইনাল ম্যাচ খেলবে বেঙ্গালুরু। কাজেই শক্তিশালী গোয়ার বিরুদ্ধে জায়গা করতে পারলে তবেই ফাইনালে উঠবেন ছেত্রীরা, অন্যদিকে মোহনবাগান যদি দুই লেগের সেমিতে রবিবারের জয়ী দলকে টেক্কা দিয়ে দেয় সেক্ষেত্রে ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। তবে সেই অঙ্ক আপাতত জটিল।
প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর কয়েকটা মাস। তাই জনগণের নজর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ব্যাপক বাক্য-চালাচালির মাঝে লোকসভায় ওয়াকফ (Waqf) সংশোধনী বিল পেশ করেন সংখ্যালঘু…
বুধবার ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল হিউম্যান মোবাইল ডিভাইসেস (HMD)। এই দুটি নতুন…
বিগত কয়েক বছরে Apple ভারতে iPhone এর উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি করেছে। অ্যাপলের সহযোগী সংস্থা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা ৮ থেকে ৮০-র। এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি পতনের…
This website uses cookies.