ISL 2024-25: মোহনবাগান ISL জিততে পারলেই কলকাতায় আসবেন মেসি? রয়েছে বড় উপহারও | Messi May Give Gift To MBSG
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL ফাইনালের আগেই মোহনবাগানকে বিরাট প্রতিশ্রুতি দিলেন কলকাতার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। বিদেশের বহু নামিদামি খেলোয়াড়দের বন্ধু শতদ্রু বলেন, বাগান ISL কাপ(ISL 2024-25) জিততে পারলে লিওনেল মেসির মুখ থেকে ‘জয় মোহনবাগান’ বলাবেন তিনি। সেই সাথে ফাইনালের মঞ্চে সফল হলেই মেসির তরফ থেকে শুভাশিস বসুদের আরও বড় উপহার এনে দেবেন বলেই আশ্বাস দিয়েছেন দত্ত।
সম্প্রতি মেসির সাথে দেখা করে মোহনবাগানের জন্য লিওর সই করা আর্জেন্টিনিয় জার্সি নিয়ে এসেছেন শতদ্রু। শুধু তাই নয়, মেসির জাতীয় দলের জার্সিতে বাগানের জন্য শুভেচ্ছা বার্তাও লিখিয়ে এনেছেন তিনি। এবার ফাইনালের আগে বাগানের ছেলেদের মেসির হয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে বসলেন কলকাতার এই ক্রীড়া উদ্যোগপতি।
অতি সম্প্রতি শতদ্রু জানিয়েছেন, মোহনবাগান যদি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল জিততে পারে তবে মেসির মুখ থেকে আমি জয় মোহনবাগান শোনাবো। তবে এখানেই থেমে থাকেননি দত্ত। একই সাথে সবুজ মেরুন জনতার উদ্দেশ্যে আরও একটি বড় উপহারের আশ্বাস দিয়েছেন এই বঙ্গতরুণ।
শতদ্রু খোলসা করে জানিয়েছেন, শেষ পর্যন্ত ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান যদি কাপ ঘরে তুলতে পারে, তবে নাকি মোহনবাগানের জার্সিতেও দেখা যাবে মেসিকে। শতদ্রুর এমন প্রতিশ্রুতি পর ফাইনালের আগে আত্মবিশ্বাস যেন আরও জেঁকে বসেছে বাগান শিবিরে।
অবশ্যই পড়ুন: KKR-র বারবার হারের পিছনে আসল কারণ কী? জানালেন সৌরভ
আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারিতে কলকাতায় আসার কথা রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান মুখ লিওনেল মেসির। আর্জেন্টিনিয় তারকার সেই সফর চূড়ান্ত করতেই মেসির দেশে গিয়ে তাঁকে নাকি রাজি করিয়ে এসেছেন শতদ্রু। কাজেই, এমন খবরের পর স্বাভাবিকভাবেই মেসির আগমনের আশায় হাপিত্যেশ করে বসে রয়েছেন কলকাতাবাসী।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে যত্ন নিয়ে নিজে হাতে গড়েছিলেন ভারতীয়…
মোটোরোলা এবার জি সিরিজের পরবর্তী ফোন Moto G86 লঞ্চ করতে চলেছে। এটি গত বছরের জুনে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সংশোধিত ওয়াকফ আইন বহু বিতর্কের পর অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় পাশ…
সহেলি মিত্র, কলকাতা: এবার বিরাট মাস্টারস্ট্রোক দিল ইপিএফও (EPFO)। এবার ইপিএফও-র তরফে এমন উদ্যোগ নেওয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর প্রাক্তনী কার্লস কুয়াদ্রাতের দেখানো পথে হেঁটে ওড়িশা এফসিকে গুঁড়িয়ে কলিঙ্গ…
ডিজিটাল বিপ্লবের এক নতুন জগতে পা রাখল রিলায়েন্স। এবার দেশজুড়ে প্রযুক্তির জগতে চমক দিয়ে রিলায়েন্স…
This website uses cookies.