বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্লে অফে মুম্বই সিটি এফসিকে 5-0 গোলে বধ করেই তীব্র আত্মবিশ্বাস সঞ্চয় করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। গতকাল সেমির (ISL 2024-25) মঞ্চে সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই শক্তিশালী এফসি গোয়াকে ঘায়েল করেছে তারা। প্রথমার্ধে সন্দেশ জিঙ্ঘনের আত্মঘাতী গোল ও দ্বিতীয়ার্ধে সংখ্যা বাড়াতে এডগার মেন্ডেজের দুরন্ত গোল বেঙ্গালুরুর পথের কাঁটা সরাল। ফলত, বুধবারের সেমিতে সাফল্যের পর জয়ের রাস্তা অনেকটাই সহজ করে ফেললেন ছেত্রীরা। বিপদ বাড়ল বাগানের?
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
প্লে অফের ছন্দ ধরা দিল সেমিতেও
আগের ম্যাচে মুম্বইকে নাকানি-চোবানি খাইয়ে সেমিতে জায়গা পাকা করেছিল বেঙ্গালুরু। গতকালও একই পন্থা অবলম্বন করে শক্তিশালী গোয়ার বিপক্ষে রুখে দাঁড়ায় সুনীল ছেত্রীরা। এদিন গোয়া কোচ মানালো মার্কেজের কঠিন রক্ষণ নীতি সত্ত্বেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে বেঙ্গালুরুর ছেলেরা। যার জেরে ফাইনালের দৌড়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে তাঁরা।
বলা বাহুল্য, প্রথমার্ধে 42 মিনিটের মাথায় হেড থেকে বল বার করে দিয়ে নিজেদের জালেই আত্মঘাতী গোল করেন সন্দেশ। ফলত, একেবারে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বেঙ্গালুরু। পরবর্তীতে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর 51 মিনিটের মাথায় ডান-প্রান্তকে কাজে লাগিয়ে বল পান মেন্ডেজ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সুযোগ পেয়ে এক ফোঁটাও দ্বিতীয় চিন্তা না করে জোরালো শট টেনে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। 2-0 গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। এদিন নিজেরা চেষ্টা করলেও শত্রুদের বিরুদ্ধে একেবারে মাটি আঁকড়ে পড়েছিলেন বেঙ্গালুরুর ছেলের। ফলত, শেষ পর্যন্ত 2-0 ব্যবধান নিয়েই প্রথম সেমিতে জয়ের পতাকা ওড়ায় মেন্ডেজদের দল।
মাত্র 33 মিনিট খেলেন ছেত্রী
গতকাল প্রতিপক্ষ শক্তিশালী গোয়া জেনেও, সুনীল ছেত্রীকে প্রথম একাদশে জায়গা দেননি বেঙ্গালুরর কোচ। তবে পরবর্তীতে একেবারে 57 মিনিটের মাথায় নামানো হয় ভারতীয় ফুটবলের নায়ক ছেত্রীকে। চিৎকারে ফেটে পড়ে শ্রীকান্তিরাভা স্টেডিয়াম। তবে মাঠে নেমে সময় পেলেও গোল করে দেখাতে পারেননি সুনীল। বরং বেশ কয়েকবার সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি।
অবশ্যই পড়ুন: ভারত না পাকিস্তান, কোন দেশের কাছে ওয়াকফ সম্পত্তি বেশি? পরিসংখ্যান চমকে দেবে
বিপদ বাড়ল মোহনবাগানের?
গোটা মরসুমে দুর্ধর্ষ ফুটবল খেলে টেবিল টপার হয়েই আজ, বৃহস্পতিবার সেমির প্রথম লেগে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নামছে মোহনবাগান। এদিকে সেমিফাইনালের প্রথম মঞ্চে গোয়ার শক্তিকে গুঁড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু। কাজেই প্রশ্ন উঠছে, আগামী ম্যাচেও যদি বেঙ্গালুরু একই অবস্থানে থাকে সেক্ষেত্রে কি চাপে পড়বে মোহনবাগান? হিসেবটা খুব সহজ।
সেমি ফাইনালের প্রথম লেগে বাগান যদি জামশেদপুরকে হারাতে পারে, সেক্ষেত্রে প্রতিপক্ষকে পরবর্তী সেমিফাইনাল অর্থাৎ 7 এপ্রিলের জন্য অপেক্ষা করতে হবে। একইভাবে গোয়া অপেক্ষা করছে আগামী সেমির জন্য। এক্ষেত্রে মানালো মার্কেজের দল যদি শেষ সুযোগ হাতছাড়া করে সে ক্ষেত্রে ক্রমশ শক্তি সঞ্চয়কারী বেঙ্গালুরু পৌঁছে যাবে ফাইনালে। অন্যদিকে সমগোত্রীয় কারণে বাগান যদি ফাইনালে ওঠে তবে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চিন্তা ভোগাবে মোলিনাদের।