ISL 2024-25: মোহনবাগান ISL জিততে পারলেই কলকাতায় আসবেন মেসি? রয়েছে বড় উপহারও | Messi May Give Gift To MBSG
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL ফাইনালের আগেই মোহনবাগানকে বিরাট প্রতিশ্রুতি দিলেন কলকাতার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। বিদেশের বহু নামিদামি খেলোয়াড়দের বন্ধু শতদ্রু বলেন, বাগান ISL কাপ(ISL 2024-25) জিততে পারলে লিওনেল মেসির মুখ থেকে ‘জয় মোহনবাগান’ বলাবেন তিনি। সেই সাথে ফাইনালের মঞ্চে সফল হলেই মেসির তরফ থেকে শুভাশিস বসুদের আরও বড় উপহার এনে দেবেন বলেই আশ্বাস দিয়েছেন দত্ত।
সম্প্রতি মেসির সাথে দেখা করে মোহনবাগানের জন্য লিওর সই করা আর্জেন্টিনিয় জার্সি নিয়ে এসেছেন শতদ্রু। শুধু তাই নয়, মেসির জাতীয় দলের জার্সিতে বাগানের জন্য শুভেচ্ছা বার্তাও লিখিয়ে এনেছেন তিনি। এবার ফাইনালের আগে বাগানের ছেলেদের মেসির হয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে বসলেন কলকাতার এই ক্রীড়া উদ্যোগপতি।
অতি সম্প্রতি শতদ্রু জানিয়েছেন, মোহনবাগান যদি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল জিততে পারে তবে মেসির মুখ থেকে আমি জয় মোহনবাগান শোনাবো। তবে এখানেই থেমে থাকেননি দত্ত। একই সাথে সবুজ মেরুন জনতার উদ্দেশ্যে আরও একটি বড় উপহারের আশ্বাস দিয়েছেন এই বঙ্গতরুণ।
শতদ্রু খোলসা করে জানিয়েছেন, শেষ পর্যন্ত ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান যদি কাপ ঘরে তুলতে পারে, তবে নাকি মোহনবাগানের জার্সিতেও দেখা যাবে মেসিকে। শতদ্রুর এমন প্রতিশ্রুতি পর ফাইনালের আগে আত্মবিশ্বাস যেন আরও জেঁকে বসেছে বাগান শিবিরে।
অবশ্যই পড়ুন: KKR-র বারবার হারের পিছনে আসল কারণ কী? জানালেন সৌরভ
আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারিতে কলকাতায় আসার কথা রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান মুখ লিওনেল মেসির। আর্জেন্টিনিয় তারকার সেই সফর চূড়ান্ত করতেই মেসির দেশে গিয়ে তাঁকে নাকি রাজি করিয়ে এসেছেন শতদ্রু। কাজেই, এমন খবরের পর স্বাভাবিকভাবেই মেসির আগমনের আশায় হাপিত্যেশ করে বসে রয়েছেন কলকাতাবাসী।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.