ISL 2024-25 Final: ফাইনালে মোহনবাগানের হারের কারণ হয়ে উঠতে পারেন বেঙ্গালুরুর এই ২ তারকা! | MBSG May Lost In Final Because Of These 2 Bengaluru FC Footballers
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার বহু অপেক্ষিত ISL 2024-25 ফাইনাল (ISL 2024-25 Final)। প্রধান আসরের মঞ্চ মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন। গোটা মরসুমে এই রণক্ষেত্রকে কাজে লাগিয়ে দাপুটে জয় পেয়েছে সবুজ মেরুন। গত সোমবার সেমির দ্বিতীয় লেগে সল্টলেকের ঘরের মাঠকে কাজ লাগিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল হোসে মোলিনার দল।
আগামীকাল, সেই চেনা ময়দানেই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে হিসেব মেটানোর লড়াইয়ে নামবে মোহনবাগান। আর সেইসব ছক মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতায় জোরদার অনুশীলন সারছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে জোর কদমে প্রস্তুতি চলছে বাগানেরও। তবে সূত্র বলছে, আগামীকাল মোহনবাগানের পথের কাঁটা হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের ২ তারকা। কারা তাঁরা? জানব।
40 বছর বয়সকে চ্যালেঞ্জ করে কেরিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ভারতের দাপুটে ফুটবলার তথা বেঙ্গালুরু এফসির নেতা, পথপ্রদর্শক, আইকন সুনীল ছেত্রী। ভরা মরসুমে দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি। সম্প্রতি এফসি গোয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ের দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে/ইঞ্জুরি টাইমে গোল করে দলের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন এই ছেত্রীই।
এ মরসুমে 27 ম্যাচে অংশ নিয়ে 14টি দুরন্ত গোল ও দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিসট করেছেন সুনীল। ভারতীয় ফুটবলের নায়ক ছেত্রীকে নিয়েই শনিবার চাপ বাড়তে পারে বাগানের। কেননা, ইন্ডিয়ান সুপার লিগের প্রধান মঞ্চে একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন এই স্বদেশী আন্তর্জাতিক ফুটবলার।
চলতি মরসুমে বেঙ্গালুরু এফসির অন্যতম শক্তি হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস। গোটা মরসুম জুড়ে দলকে গোছানো ফুটবল উপহার দিয়েছেন এই 31 বছর বয়সি অজি তারকা। ISL লিগ পর্বের 18 ম্যাচে অংশ নিয়ে 6টি গোল করেছেন তিনি। সেই সাথে রয়েছে 4টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টও।
বেঙ্গালুরুর ডান প্রান্তের অন্যতম ভয়ঙ্কর খেলোয়াড় তথা মাঝ মাঠে বহুমুখীতে দেখাতে সিদ্ধহস্ত এই উইলিয়ামস যদি আগামীকালের ম্যাচে একবার জ্বলে ওঠেন, তবে বাগানের বিরুদ্ধে একাই দুর্গ হয়ে উঠবেন তিনি।
অবশ্যই পড়ুন: জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগল মোহনবাগান! ফাইনালের আগেই জোর ধাক্কা ছেত্রী শিবিরে
উল্লেখ্য, বেঙ্গালুরু এফসির আরেক ধুরন্ধর ডিফেন্ডার রাহুল ভেকে শনিবার বাগানের প্রধান সমস্যা হয়ে উঠতে পারেন! যদিও, বেশ কিছু সূত্র মারফত খবর, চোট সমস্যার কারণে আপাতত ফাইনালে অনিশ্চিত তিনি। তবে শেষ পর্যন্ত যদি, সমস্ত জল্পনা কাটিয়ে রাহুলকে মাঠে নামানো হয়, সেক্ষেত্রে বাগানের জন্য অন্যতম হুমকি হয়ে উঠবেন বেঙ্গালুরুর এই নয়া অস্ত্র।
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম…
Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে…
জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe তাদের ব্যবহারকারীদের জন্য UPI Circle ফিচার নিয়ে এল। এই ফিচার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে…
This website uses cookies.