লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ISL 2024-25 Semi Final: শেষ চারের লড়াইয়ে সবুজ মেরুনের মুখোমুখি শক্তিশালী দল! ISL সেমিতে চাপ বাড়ল বাগানের | Mohun Bagan Will Face Jamshedpur FC In Semi Final

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমির প্রতিপক্ষ পেয়ে গেল মোহনবাগান। রবিবারের ম্যাচে শেষেই চূড়ান্ত হলো বাগানের শেষ চারের শত্রু। গতকাল নকআউট (ISL 2024-25) পর্বের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে 2-0 গোলে উড়িয়ে দিয়েছে জামশেদপুর এফসি। ফলত, নর্থ ইস্টের বিরুদ্ধে সহজ জয়ের পর সেমিফাইনালের আসন পাকা করে ফেলেছে খালিদ জামিলের ছেলেরা। অন্যদিকে বহু আগেই তালিকার মগডালে থেকে সেমির আসনে বসে প্রতিপক্ষ খুঁজছিল সবুজ মেরুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নর্থ ইস্টের বিরুদ্ধে দাপুটে জয়

রবিবাসরীয় ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়েছিল জামশেদপুর। এদিন প্রথম 29 মিনিটেই আশুতোষ মেহতার লম্বা থ্রো থেকে নর্থ ইস্টের জালে প্রথম বল জড়ান এজে। যার দরুণ ম্যাচের প্রথমার্ধেই দুরন্ত গোল পেয়ে যায় জামশেদপুর। এরপর দীর্ঘ বল টানাটানির লড়াইয়ে বারংবার সুযোগ তৈরির চেষ্টা করেছিল প্রতিপক্ষ নর্থ ইস্ট।

READ MORE:  Team India: সরল পথের কাঁটা! ফাইনালের আগেই বিরাট সুখবর পেল ভারত | Team India Got A Great News Before The Final Match

প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে যেন আরও দ্বিগুণশক্তি সঞ্চয় করে জামশেদপুরকে চেপে ধরার আমরণ চেষ্টা করছিল নর্থইস্টের ছেলেরা। প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক আক্রমণ ও জোরালো শট করেও গোল করতে পারেনি ইউনাইটেড। শেষ পর্যন্ত আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে 83 মিনিটের মাথায় প্রতিপক্ষের আশির আখতরকে কাটিয়ে এসে জেভিয়ার সিভেরিয়োকে পাশ দিয়েছিলেন জর্ডান মারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে কাজের কাজ হয়নি। খেলা যখন একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত মিনিটে গড়িয়েছে সেই সময়ে রেফারির চূড়ান্ত বাঁশির 2 মিনিট আগে আচমকা উড়ন্ত গোল করেন জাভি। যার ফলে গোল শোধ করার বদলে আরও এক গোল খেয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। অবশেষে ঘরের মাঠেই 2-0 ব্যবধানে হেরে ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শেষ করে জামশেদপুরের প্রতিপক্ষ।

অবশ্যই পড়ুন: ইডেনে ৮ তারিখের ম্যাচে KKR ভক্তদের জন্য বড় চমক! হাতছাড়া করলেই ক্ষতি

সেমির প্রতিপক্ষ পেয়ে গেল মোহনবাগান

রবির ম্যাচে ক্ষমতা জাহির করে 2 গোলে জয় পেয়েছে খালি জামিলের জামশেদপুর। আর সেই সূত্র ধরেই ইন্ডিয়ান সুপার লিগের শেষ চারে জায়গা সুনিশ্চিত করেছে তারা। আগামী 3 এপ্রিল টেবিল টপার মোহনবাগানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ রয়েছে জামশেদপুরের। পরবর্তী পর্বটি অনুষ্ঠিত হবে 7 এপ্রিল।

READ MORE:  Mohun Bagan: ভারতে খেলার ইচ্ছে নেই ISL-র নায়ক স্টুয়ার্টের, তবে মোহনবাগানের জন্য রয়েছে আলাদা প্ল্যান | Greg Stewart Is Not Willing To Extend Contract With Mohun Bagan
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.