লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ISL League Shield: টানা দু’বার ISL-এ লিগ শিল্ড জয় মোহনবাগানের, ৫ কারণ খুঁজে পেল India Hood | Mohun Bagan Super Giant Success In ISL

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগ সানডেতেই ভাগ্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। চলতি ISL-এর গোটা মরসুমে দাপুটে ফুটবল খেলে জয়ের সিঁড়িতে পা রাখা বাগান দুই ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড ঘরে তুলেছে। ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের দিনই যুবভারতীর ঘরের মাঠে ওড়িশা এফসি-র ছেলেদের নাস্তানাবুদ করে ISL 2024-25 এর লিগ শিল্ডে থাবা বসিয়েছে সবুজ মেরুন। পরিসংখ্যান বলছে মোহনবাগান একমাত্র দল যারা পরপর দুবার লিগ শিল্ড জিতল। রবিবারের ম্যাচের পরই বাগান প্লেয়ারদের সাফল্যের কারণ খুঁজেছে India Hood।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই 5 কারণে সফল মোহনবাগান

গোল করার খিদে

ISL 2024-25 মরসুমে বাগান প্লেয়ারদের আক্রমণাত্মক ফুটবল দেখেছে দর্শকরা। এই সিজনের প্রতিটি ম্যাচেই গোল করার খিদে নিয়ে মাঠে নামে সবুজ মেরুন। ম্যাচের প্রতি নিষ্ঠা ও শৃঙ্খলা পরায়ণ মনোভাবকে সঙ্গী করেই দলকে সাফল্যের শিখরে দেখতে চেয়েছিল বাগানের ছেলেরা। সঙ্গে ছিল গোল করার তীব্র খিদে। আর সেই অনাবিল আকর্ষণকে সামনে রেখেই চলতি মরসুমের একের পর এক ম্যাচে জালে বল জড়িয়ে গিয়েছে বাগান তারকারা। যার জেরে রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারিয়ে শিল্ড জিতেছে মোহনবাগান। হয়েছে ভারতসেরা।

READ MORE:  East Bengal: মোহনবাগানের সাথে পাল্লা দিতে দুই তুখড় বিদেশিকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল! | East Bengal May Sign 2 Foreign Footballers Soon

কোচ মোলিনার সহজ অঙ্ক

মোহনবাগানের স্প্যানিশ কোচ মোলিনা খুব সহজ অঙ্কে বিশ্বাসী। সবুজ মেরুনের কোচ হওয়ার আগে স্পেনের ফুটবল সংস্থার ডিরেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। সেই সাথে গঙ্গা পাড়ের ক্লাবে যোগ দেওয়ার আগে ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রথমবার তাঁর কোচিংয়ে ISL শুরুর তৃতীয় মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ATK। এবার সেই পথ ধরেই সহজ অঙ্ক কষে দ্বিতীয়বারের জন্য সফলতাকে ছুঁয়ে দেখলেন মোলিনা। সূত্র বলছে, মোহনবাগানের গতবারের ISL লিগ শিল্ড জয়ী কোচ আন্তনিয়ো লোপেজ হাবাসের তুলনায় মোলিনা অনেক বেশি শান্ত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

স্প্যানিশ কোচের খুব সাধারণ দর্শন, তিনি ধারাবাহিক জয়ের পরও দলের ছেলেদের আত্মতুষ্টি চান না। বরং পরবর্তী ম্যাচ গুলির জন্য প্রথম ম্যাচের মতোই প্রস্তুতি কামনা করেন তিনি। তাঁর বক্তব্য, আত্মবিশ্বাস থাকবেই, তবে তা যেন অতিরিক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা উচিত। ফলাফল যাই হোক না কেন, মনে রাখতে হবে, দলের ওপর কিছু নেই। তাই সবকিছু ভুলে গিয়ে ভাল করার দিকে মনোযোগ দিতে হবে। মূলত ফুরফুরে মেজাজে একেবারে সহজ অঙ্ক কষে ধারাবাহিক জয় তুলেছেন মোলিনা। যার ফলস্বরূপ পরিকল্পনামাফিক রবিবারই শিল্ড জিতেছে মোহনবাগান।

READ MORE:  Former Kiwi Cricketer On Jasprit: আর মাঠে নামা হচ্ছে না! বুমরাহর কেরিয়ারে ইতি? বিরাট মন্তব্য প্রাক্তন কিংবদন্তির | Shane Bond On Jasprit

রক্ষণভাগ শক্ত হাতে ধরেছিলেন শুভাশিসরা

মোহনবাগানের রক্ষণভাগের প্রধান স্তম্ভ যে আনোয়ার আলি ছিলেন, বর্তমানে একথা সর্বজনবিদিত। তবে চলতি মরসুমে ইস্টবেঙ্গলে থাকার কারণে তাঁকে দলে পায়নি সবুজ মেরুন। ফলত, আনোয়ার চলে যাওয়ায় একপ্রকার আলগা হয়ে গিয়েছিল বাগানের রক্ষণভাগ। তবে রক্ষণভাগে আনোয়ারের অভাব বুঝতে দেননি শুভাশিস বসু, আশিস রাইরা। সেই সাথে টম অলড্রেড ও আলবার্তো রদ্রিগেজের জুটি বাগানের রক্ষণভাগেকে আলগা হতে দেয়নি। যেখানে বারংবার ইস্টবেঙ্গলের রক্ষণভাগ হালকা হয়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে বাগানের ছেলেরা প্রতিপক্ষের সামনে তাদের রক্ষণভাগ শক্ত হাতে ধরে রেখেছিল।

10 জনই গোল করেছেন

রিপোর্ট বলছে, চলতি মরসুমে মোহনবাগানের হয়ে দলের 10 ফুটবলারই গোল করেছেন। যেই পরিসংখ্যান আপাতত অন্য কোনও দলের নেই। বলা বাহুল্য, বাগানের 3 স্ট্রাইকার ম্যাকলারেন, পেত্রাতোস ও কামিংস সকলেই গোল পেয়েছেন। একই সাথে মিডফিল্ডারদের মধ্যে মনবীর সিং, স্টুয়ার্ট ও লিস্টন গোলের খাতায় নাম লিখিয়েছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে যারা দলের হয়ে গোল করেছেন তারা হলেন বাগানের 4 ডিফেন্ডার। রদ্রিগেজ থেকে শুরু করে অলড্রেড, শুভাশিস বসু ও দিপেন্দু বিশ্বাস এই চারজনই গোটা মরসুমে 14টি গোল করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলত, বলাই যায় যে দলে গোল দাতার সংখ্যা এত বেশি সেই দল তো লিগ শিল্ড জিতবেই।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাবেন রোহিত এবং শামি? চোট নিয়ে বড় আপডেট

যুবভারতীকে কাজে লাগিয়ে জয়

বেশ কিছু সূত্র মারফত খবর, চলতি ISL মরসুমে মোহনবাগানের বিরাট সাফল্যের পিছনে রয়েছে, ঘরের মাঠের 10 ম্যাচ। হ্যাঁ, পরিসংখ্যান বলছে এবার যুবভারতীতে 10টি ম্যাচ খেলেছে বাগান। শুধুমাত্র মুম্বইয়ের ড্র ম্যাচ ছাড়া বাকি 9টি হোম ম্যাচই পকেটে পুরেছে মোলিনার দল। ওয়াকিবহাল মহলের দাবি, অন্যান্য দলের তুলনায় ঘরের মাঠকে কাজে লাগিয়ে অনেক বেশি সাফল্য পেয়েছে মোহনবাগান। আর সেই সূত্র ধরেই শিল্ড জয়ের খাতাতেও নাম উঠেছে সবুজ মেরুনের ঘরের মাঠ যুবভারতীর। কেননা, শেষ ম্যাচও গড়িয়েছিল এখানেই।

READ MORE:  Mohun Bagan Vs Jamshedpur FC: ভয় ধরাচ্ছে জামশেদপুরের রক্ষণ! সেমির আগে প্রতিপক্ষ নিয়ে সুর নরম বাগান কোচের | Mohun Bagan Vs Jamshedpur FC
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.