ISRO Recruitment: বেতন শুরু ২৪০০০ থেকে, নিয়োগের বিজ্ঞপ্তি জারি ISRO-র, ৫৬ বছর বয়সেও করা যাবে আবেদন | ISRO Recruitment 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট হোক বা সরকরি সব ক্ষেত্রেই আগের তুলনায় প্রতিযোগিতা অনেকটাই বেড়ে গেছে। আপনিও যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল সুখবর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কীভাবে আপনি আবেদন করবেন? আজকের প্রতিবেদনেই রইল বিস্তারিত।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি জারি | ISRO Recruitment 2025

সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি (ISRO Recruitment 2025) জারি করা হয়েছে। গোটা দেশের যে কোনো জায়গা থেকেই আবেদন করা যাবে। আপনিও কি আবেদন করতে ইচ্ছুক? তাহলে শিক্ষাগত যোগ্যতা থেকে বয়সীমা সহ কিভাবে আবেদন করতে হবে তার খুঁটিনাটি সবটা জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

READ MORE:  IDBI Junior Assistant Manager Recruitment 2025: স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক | IDBI Bank Recruitment

শূন্যপদের বিবরণ

বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাকাউন্ট অফিসার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ একটি পদের জন্যই এই নিয়োগ করা হচ্ছে। শুধু তাই নয়, ডেপুটেশনের ভিত্তিতেই এই নিয়োগ হচ্ছে বলেও জানা গিয়েছে।

বয়সসীমা

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। তাহলেই আপনি ২০২৫ সালের ISRO Recruitment এর জন্য আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতা

এই পদে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই স্নাতক পাশ হতে পাবে। তবে এর সাথে রয়েছে আরও কিছু শর্ত, একটানা অ্যাকাউন্ট অফিসার জাতীয় কোনো পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যাদের পে স্কেল লেভেল ১০ অনুযায়ী বেতন ও ৫ বছর সার্ভিস হয়ে গিয়েছে তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

READ MORE:  টাকা নিয়েও ঘর তৈরি করেননি! এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার

বেতন

সম্প্রতি যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ISRO, তাতে অ্যাকাউন্ট অফিসার হিসাবে জয়েনিং হবে। আর মাসিক বেতন হবে সপ্তম বেতন পে কমিশনের পে স্কেল – ১১ অনুযায়ী। অর্থাৎ প্রতিমাসে বেতন হবে ২৪,২০০ টাকা থেকে শুরু করে ১,৩,৮০০ টাকা। তবে এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে। শুরুতে ৫ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজনে সেটা আরও বাড়ানো হতেই পারে।

READ MORE:  IOCL Recruitment 2025: IOCL-এ বিপুল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় মিলবে ৭৮,০০০ বেতন! এখুনি করুন আবেদন | IOCL Non Executive Recruitment 2025

নিয়োগের পদ্ধতিঃ

এটি একটি চুক্তিভিত্তিক ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ। এক্ষেত্রে আলাদা করে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফাইনান্স ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ইন্টারভিউ ও APAR গ্রেডিংয়ের মাধ্যমে প্রার্থীকে বাছাই করা হবে।

কীভাবে আবেদন করবেন?

  • আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য দেখতে হবে।
  • এরপর সেটা পূরণ করে পাঠানোর জন্য আবেদনকারীর কাছে ৪৫ দিনের সময় থাকবে মেমোরেন্ডাম ইস্যু হওয়ার দিন থেকে।

নিয়োগের বিজ্ঞপ্তি জারির লিংক :  Official Recruitment Notice

Scroll to Top