লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IT Rules: ৬ দশক পর নয়া আয়কর আইন, বদলে দিতে পারে এই ৮ পদ্ধতি | New Income Tax Rules

Updated on:

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বছরের দ্বিতীয় মাস পড়তেই প্রথম দিনে অর্থাৎ ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। সেখানে আয়কর ব্যবস্থা থেকে গিগ কর্মী এবং মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন ব্যবস্থা। শুধু তাই নয়। চলতি বছর পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বেশ সুবিধা এনেছে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

বাজেট সূত্রে জানা গিয়েছে ৩৬টি ক্যান্সার এবং বিরল রোগের ওষুধকে শুল্কমুক্ত রাখা হয়েছে। এবং জীবনদায়ী ওষুধকে করমুক্ত রাখা হয়েছে। যার ফলে রোগী এবং পরিবারের মধ্যে স্বস্তি নেমে এসেছে। পাশপাশি বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি তৈরির জন্য ৩৫টি প্রয়োজনীয় সামগ্রী এবং মোবাইল ফোনের ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় ২৮টি পণ্যকেও করমুক্ত রাখা হয়েছে। আর এই আবহে এবার নতুন আয়কর নিয়েও বড় ব্যবস্থা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

READ MORE:  UPS: এপ্রিলেই সরকারি কর্মীদের খুলবে কপাল, DA বৃদ্ধির আগেই ৫০% অবধি বাড়বে পেনশন | From 1st April New Pension Scheme Will Started

নতুন কর ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত

বর্তমান যে আয়কর আইন চলছে সেই আয়কর আইন ১ এপ্রিল, ১৯৬২ সাল থেকে চলে আসছে। তবে এই নতুন আয়কর বিল আসলে এবং কার্যকর হলে প্রায় ৬৩ বছর পর দেশের আয়কর আইন বদলে যাবে। গত শনিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন আয়কর বিল আনার কথা ঘোষণা করেছিলেন। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এই বিলে কী কী পরিবর্তন হতে চলেছে৷

  • ডিজিটাল প্রক্রিয়ার অবতারণা
READ MORE:  রেশন ব্যবস্থায় এবার বিরাট বদল আনল রাজ্য, এই কাজ না করলেই বন্ধ হবে রেশন

ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে এবার সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার ওপর জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই এই নতুন আয়কর বিলে ডিজিটাল প্রক্রিয়ার প্রচারের ওপর জোর দিতে চলেছে।

  • সরল ভাষা ও কম ধারা

এর ফলে করদাতাদের কর দিতে এবং আয়করের নিয়ম-কানুন বুঝতে সুবিধে হবে। অর্থাৎ কত ব্যবস্থা গ্রাহকদের কাছে সহজলভ্য হবে।

  • আইনি জটিলতা কমানো

নয়া আয়কর বিলে আইনি জটিলতা কমানোর চেষ্টা করা হবে। অর্থাৎ মামলা মোকদ্দমা কম থাকতে পারে।

  • কর ছাড়ের ক্ষেত্রে কমানো
READ MORE:  Budget 2025: ১২ লক্ষ পর্যন্ত আয়কর ছাড়, চাকরি থেকে দ্বিগুণ সুদ! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর | Income Tax to Jobs Announcements in Budget 2025

আয়করের গঠন অনেক সরল ও সহজ হবে।

  • একক কর বর্ষ

সিঙ্গেল ট্যাক্স ইয়ার গঠন করা হতে পারে। অর্থাৎ অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন বছর এবং ফিনান্সিয়াল বা আর্থিক বছর জুড়ে একটাই কর বর্ষ করা হবে।

  • লভ্যাংশ আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর

এর মাধ্যমে সমস্ত ধরনের আয়ের মানুষের উপর সমান কর আরোপ করা হবে।

  • ৩৫ শতাংশ স্ট্যান্ডার্ড ট্যাক্স

উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য ৩৫ শতাংশ কর আরোপ করা হবে। এবং সারচার্জ তুলে নেওয়া হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.