লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

itel King Signal Launched: ট্রিপল সিম সাপোর্ট সহ itel King Signal বাজারে লঞ্চ হল, ফুল চার্জে চলবে ৩৩ দিন | itel King Signal Price in India

Published on:

itel King Signal ফিচার ফোন ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভালো নেটওয়ার্ক কভারেজ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এরজন্য এতে সিলভার প্লেট সিগন্যাল এনহ্যান্সমেন্ট টেকনোলজি উপস্থিত। এই টেকনোলজি খারাপ নেটওয়ার্ক কাভারেজ অঞ্চলেও ৫১০ শতাংশ পর্যন্ত দীর্ঘ কলের সময় এবং ৬২ শতাংশ দ্রুত কানেক্টিভিটি অফার করে। ডিভাইসটির দাম রাখা হয়েছে ১,৫০০ টাকার কম। আসুন itel King Signal এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

READ MORE:  হু হু করে দাম কমলো Realme ফোনের, হোলিতে বিরাট সস্তায় Realme Narzo N65 থেকে GT 6T 5G

itel King Signal এর ফিচার ও স্পেসিফিকেশন

আইটেল কিং সিগন্যাল ফোনে ২ ইঞ্চি ডিসপ্লে আছে। এতে ১৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এতে টাইপ সি চার্জিং ব্যবস্থা আছে। এই ডিভাইস কেভলার টেক্সচার ফিনিশ এবং ৪০ ডিগ্রি থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রতিরোধী রেটিং সহ এসেছে।

READ MORE:  Realme GT 7 Pro Camera: শেষ দিনে ১০ হাজার টাকার বেশি ছাড়ে Realme GT 7 Pro, রয়েছে খাস টেলিফটো ক্যামেরা সহ ফাস্ট চার্জিং | Realme GT 7 Pro Discount Offer

আইটেল কিং সিগন্যাল হ্যান্ডসেটে ট্রিপল সিম স্লট উপস্থিত। এতে ভিজিএ ক্যামেরা ও ৩২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ সাপোর্ট, রেকর্ডিং সহ ওয়্যারলেস এফএম, কিং ভয়েস, টর্চ, মিউজিক ও ভিডিও প্লেব্যাক এবং অটো কল রেকর্ড ফিচার দেওয়া হয়েছে। এতে ২০০০ কন্টাক্ট ও ৫০০ মেসেজ সেভ রাখা যাবে।

itel King Signal এর দাম ও উপলব্ধতা

আইটেল কিং সিগন্যাল এর দাম রাখা হয়েছে ১,৩৯৯ টাকা। এটি আর্মি গ্রিন, ব্ল্যাক ও পার্পেল রেড কালার অপশনে পাওয়া যাবে। এর সাথে ১৩ মাসের ওয়ারেন্টি এবং কেনার পর ১১১ দিন পর্যন্ত ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাবে Vivo X200 Ultra, থাকবে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.