লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

itel Zeno 10 Discount: ৫ হাজার টাকার কমে আইফোনের মতো ডিজাইনের স্মার্টফোন, ৮ জিবি র‌্যাম সহ আছে ডুয়েল ক্যামেরা | Best Smartphones Under 5000

Published on:

আপনি যদি ৫ হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চান তাহলে অ্যামাজনে রয়েছে দুর্দান্ত অফার। ই-কমার্স প্ল্যাটফর্মটি একটি বিশেষ স্মার্টফোন ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে। ডিসকাউন্টের পর হ্যান্ডসেটটি ৫ হাজার টাকারও কম দামে কেনা যাবে। এই ডিভাইসের নাম itel Zeno 10। অনন্য ফিচারের সাথে আসা এই ফোনে রয়েছে আইফোনের মতো ডায়নামিক নচ। এর সাথে বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

৫ হাজার টাকার কমে ভালো স্মার্টফোন

৫,০০০ টাকার মধ্যে একটি ভালো মোবাইল ফোন হল itel Zeno 10। এটি ২০২৫ সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় এর ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫,৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬,৪৯৯ টাকা। এটি ফ্যান্টম ক্রিস্টাল এবং ওভাল পার্পল কালারে এসেছে।

READ MORE:  সেরা ক্যামেরার ভিভো ভি৫০ ফোনের দাম কত পড়বে? লঞ্চের আগেই ফাঁস

বর্তমানে itel Zeno 10 ফোনের বেস মডেলটি অ্যামাজনে ৫,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে আরও ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর এই উভয় অফারের মাধ্যমে ডিভাইসটি ৪,৪৯৮ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করতে পারলে হ্যান্ডসেটটি আরও কম দামে কেনা যাবে।

READ MORE:  কমদামি স্মার্টফোনের জগতে AI বিপ্লব ঘটাতে চলেছে আইটেল

itel Zeno 10 এর ফিচার ও স্পেসিফিকেশন

৫ হাজার টাকার কমে উপলব্ধ ফোনটি ডুয়াল সিম সাপোর্টের সাথে এসেছে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। জেনো ১০ ডিভাইসে আইফোনের মতো ডায়নামিক নচ উপস্থিত। এখানে ব্যাটারি চার্জিং এবং ইনকামিং কল অ্যালার্ট পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে মোট র‌্যাম হবে ৮ জিবি।

READ MORE:  Realme Neo 7 SE Price: চাপে পড়তে চলেছে রেডমি, লঞ্চের আগেই Realme Neo 7 SE ফোনের দাম প্রকাশ হল | Realme Neo 7 SE Launch Date

ফটোগ্রাফির জন্য, আইটেল জেনো ১০ ডিভাইসে এআই সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.