Jasprit Bumrah Update: ছবি পোস্ট করে বার্তা, চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ যাওয়ায় পর প্রথম প্রতিক্রিয়া বুমরাহর | Jasprit Bumrah Social Media Post

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলে ফিরতে চাইছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। হ্যাঁ, সম্প্রতি ভারতীয় তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এমন জল্পনাই দানা বেঁধেছে নানা মহলে। গত 11 ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির জন্য চূড়ান্ত দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর ঠিক এই দিনই জোরালো ব্যাক ইঞ্জুরির কারণে রোহিত শর্মাদের 15 সদস্যের স্কোয়াড থেকে ছিটকে যান টিম ইন্ডিয়ার তুরুপের তাস বুমরাহ। ভারতীয় পেসারের বিকল্প হিসেবে দলে জায়গা হয়েছে KKR বোলার হর্ষিত রানার। সেই সাথে আসন্ন মিনি বিশ্বকাপে চোট আশঙ্কাকে মাথায় রেখে আরও অতিরিক্ত 3 ভারতীয় তারকাকে স্কোয়াডে ভিড়িয়েছে ম্যানেজমেন্ট।

বুমরাহর সামাজিক পোস্ট

গতকাল অর্থাৎ 13 ফেব্রুয়ারি নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেন ভারতীয় পেসার বুমরাহ। যেখানে খেলোয়াড়কে চোট-আঘাত সামলে জিম করতে দেখা গিয়েছে। কঠোর কসরতের মধ্য দিয়ে বুমরাহর জিম দৃশ্য নজর কেড়েছে সকলের।

অনেকেই মনে করছেন আসন্ন আইসিসি ইভেন্টে যোগ দিতেই নিজেকে ভেঙে আবারও নতুন করে গড়ছেন তিনি। ছবিটি পোস্ট করে ভারতীয় তারকা তার ক্যাপশন লিখেছেন পুনর্নির্মাণ। আর এমন পোস্ট সামনে আসতেই খেলোয়াড়ের দলে ফেরা নিয়ে জল্পনা বেড়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে খেলোয়াড়ের না থাকার সিদ্ধান্ত জানিয়েছে।

বুমরাহর পোস্টে মন্তব্য করলেন সূর্য কুমার

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা ভারতীয় তারকার দৈহিক কসরতের চিত্র সামনে আসতেই কমেন্ট বক্স জুড়ে এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার অন্যতম হাতিয়ার জসপ্রীতের সামাজিক পোস্টে কমেন্ট করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব। সামাজিক পোস্টটিতে বুমরাহকে উদ্দেশ্য করে ভারতীয় তারকা লিখেছেন, আমি তোমার জন্য অপেক্ষা করব।

READ MORE:  India Vs England: ছুটি নেই! T20-র এবার ওয়ানডে সিরিজ খেলবেন টিম ইন্ডিয়ার ৫ প্লেয়ার | Team India Vs England ODI

জসপ্রীতের বদলে মাঠে নামবেন হর্ষিত

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ভারতীয় দলে বুমরাহর চোট যথেষ্ট বেদনাদায়ক। তবে গুরুতর আঘাত নিয়ে আইসিসি ইভেন্টে তার পক্ষে মাঠে নেওয়াটা এক প্রকার অসম্ভব। তাই ভারতীয় হাতিয়ারকে সরিয়ে রেখে তার বিকল্প হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে নামানো হচ্ছে KKR পেসার হর্ষিত রানাকে। বলে রাখি, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় তারকার বিকল্প হিসেবে আগেই রানাকে দলে রেখেছিল বোর্ড।

READ MORE:  ISL 2025: চেন্নাইয়ের ফাঁদে পা দিয়ে অঘটন, কোন অঙ্কে প্লে-অফে যাবে ইস্টবেঙ্গল? দেখুন সমীকরণ | How East Bengal FC Qualify For Playoffs

আরও পড়ুন: ৩০০ পার, মোদিই প্রথম পছন্দ! জানুন আজ লোকসভা নির্বাচন হলে কেমন হবে ফলাফল?

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা।

রিজার্ভ/ব্যাকআপ প্লেয়ার: যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, মহম্মদ সিরাজ।