লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jasprit Bumrah: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, চোট কাটল বুমরাহর! চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি? | Team India Pacer Start Practise

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার পাকিস্তানের বিপক্ষে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছিল ভারতের বোলিং বিভাগ। তবে তা সত্ত্বেও ম্যাচে গতি আনতে বারংবার জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) অভাব ভুগিয়েছে দলকে। এবার তিনিই ফিরলেন অনুশীলনে। অজিভূমিতে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন ভারতীয় তারকা। আর এরপরই চিকিৎসকদের পরামর্শে দীর্ঘ সময় বিশ্রামে থাকার পর বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করারচ্ছিলেন তিনি। তবে ফেব্রুয়ারির একেবারে শেষ লগ্নে এসে চেনা ছন্দে অনুশীলনে ফিরলেন জসপ্রীত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হাত ফসকেছে চ্যাম্পিয়নস ট্রফি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে নিজের সেরা ফর্ম দেখিয়েছিলেন ভারতের পেস বিভাগের স্তম্ভ বুমরাহ। তবে সিরিজ শেষ টেস্টে গড়াতেই ব্যাক ইঞ্জুরি নিয়ে স্টেডিয়াম ছাড়েন টিম ইন্ডিয়ার তুরুপের তাস। জানা যায়, টেস্ট চলাকালীন নাকি পিঠের খিঁচুনির সমস্যায় ভুগছিলেন জসপ্রীত। এরপরই দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর খেলোয়াড়কে 5 সপ্তাহের জন্য সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দেন চিকিৎসকরা। আর সেই কারণকে সামনে রেখেই ভারতের হয়ে মিনি বিশ্বকাপে পা রাখা হয়নি টিম ইন্ডিয়া পেসারের।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে কীভাবে জিতবে ভারত, BCCI-র অনুষ্ঠানে রহস্য ফাঁস করলেন রোহিত | Rohit Sharma In Board of Control for Cricket in India's Program

অস্ট্রেলিয়ায় BGT-তে বুমরাহর কীর্তি

অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগেই নিজস্ব অস্ত্রে শান দিয়ে নিয়েছিলেন বুমরাহ। আর সেই কারণেই গত বছর বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা পেয়েছেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। রিপোর্ট বলছে, অজিদের ঘরের মাঠে দাঁড়িয়ে 22 গজে আগুন ঝরিয়েছিলেন ভারতের এই ধুরন্ধর পেসার। যার জোরে গোটা বর্ডার গাভাস্কার সিরিজে 32টি উইকেট এসেছে তাঁর ঝুলিতে। বলে রাখি, অস্ট্রেলিয়ানদের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকার কারণে গত বছরের BGT টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছিলেন জসপ্রীত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বল হাতে কসরত করছেন বুমরাহ

দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে মাঠে ফিরেছেন বুমরাহ। ক্লাস নিচ্ছেন নিজেরই। বৃহস্পতিবার ভারতীয় পেসারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বল হাতে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখায়, কীভাবে দক্ষ হাতে নিখুঁত ইয়র্কারে মিডিল স্টাম্প ভাঙছেন বুমরাহ। এদিন খেলোয়াড়ের চেনা ছন্দই প্রমাণ করে দিয়েছে চোটের কাছে মাথা নোয়ায়নি ভারতের ছেলে। ভারতীয় তারকার নেট কসরতের দৃশ্য দেখেই বেশ কয়েকজন ভক্ত তাঁকে চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

READ MORE:  Mohun Bagan Footballer: কেরিয়ার প্রায় শেষই হয়ে গিয়েছিল! কীভাবে মোহনবাগানের বিশ্বাস হয়ে উঠলেন দীপেন্দু? | Untold Story Of Dipendu

 

বুমরাহর শারীরিক অবস্থা

সূত্রের খবর, চোট কিছুটা কাটিয়ে উঠতেই চ্যাম্পিয়নস ট্রফির ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে দুবাইয়ের ছুটে গিয়েছিলেন জসপ্রীত। জানা যায়, সম্প্রতি আইসিসির পুরুষদের বর্ষসেরা, ক্রিকেটার হয়েছেন তিনি। আর সেই কারণেই প্রাপ্য স্যর গ্যারফিল্ড সেবার্স পুরস্কার নিতে দুবাইয়ে গিয়েছিলেন বুমরাহ।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফির পর এবার এশিয়া কাপে ভারত, পাকিস্তান মহারণ! কবে থেকে শুরু টুর্নামেন্ট?

আর সেখানেই এক অনুষ্ঠানে নিজের চোট নিয়ে নীরবতা ভেঙেছেন খেলোয়াড়। জসপ্রীত জানিয়েছেন, বর্তমানে তিনি কিছুটা সুস্থ। ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। খেলোয়াড় বলেন, পিঠের চোট আমার কাছে নতুন নয়। আগেও এই সমস্যায় ভুগেছি। তবে এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছি। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের পরামর্শে রিহ্যাব করছি। ওদের পরামর্শেই আবার মাঠে নামব।

READ MORE:  Eden Gardens KKR: ইডেন গার্ডেন্স থেকে সরতে পারে KKR-র ম্যাচ! বড় ধাক্কা নাইট ভক্তদের | 6th April Match Of KKR May Be Moved From Kolkata

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.