লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jio প্ল্যানের দাম 100 টাকা বৃদ্ধি! জেনে নিন নতুন মূল্য ও সম্পূর্ণ ডিটেইলস

Updated on:

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য একসময় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করত। তবে বর্তমান পরিস্থিতিতে কোম্পানি তাদের প্ল্যানের দাম বাড়িয়ে সেই সুবিধাগুলির মূল্যের সমন্বয় করছে বলে অনেকে মনে করছেন। সম্প্রতি Jio তাদের পোস্টপেইড প্ল্যানের দাম এক ধাক্কায় ১০০ টাকা বাড়িয়ে দিয়েছে। যেখানে ১৯৯ টাকার প্ল্যানের পরিবর্তে এখন গ্রাহকদের ২৯৯ টাকা দিতে হবে।

জিও প্ল্যানের দাম বৃদ্ধি

বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী, Reliance Jio তাদের ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের দাম ১০০ টাকা বাড়িয়ে ২৯৯ টাকা করেছে। এই নতুন দাম ২৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। যারা ইতিমধ্যেই এই প্ল্যান ব্যবহার করছেন, তাদের প্ল্যান স্বয়ংক্রিয়ভাবে নতুন দামের আওতায় চলে যাবে। অর্থাৎ, পূর্বের ১৯৯ টাকার প্ল্যানের গ্রাহকদেরও এখন থেকে ২৯৯ টাকা পরিশোধ করতে হবে।

READ MORE:  BSNL Profit: বিরাট আয়, ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL, চাপ বাড়বে Jio-Airtel এর | 261 Crore Earn By BSNL

২৯৯ টাকার প্ল্যানের সুবিধা

প্ল্যানের দাম বাড়লেও এর সুবিধাগুলিতে কোনো পরিবর্তন করা হয়নি। ১৯৯ টাকার প্ল্যানে যে সমস্ত বেনিফিট পাওয়া যেত, এখন ২৯৯ টাকার প্ল্যানেও একই সুবিধা পাওয়া যাবে।

এই প্ল্যানের সুবিধাগুলি হল:
– ফ্রি আনলিমিটেড কল: জিও থেকে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে।
– ২৫ জিবি হাই স্পিড ডেটা: প্রতিদিন ডেটা ব্যবহারের কোনো নির্দিষ্ট সীমা নেই।
– ন্যাশনাল রোমিং: যেকোনো স্থানে ফ্রি রোমিং সুবিধা।
– প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি।

READ MORE:  Starlink: ভারতের চিত্র বদলে দেবে স্টারলিঙ্ক! হাই স্পিড ইন্টারনেট সহ আর কী কী সুবিধা পাবনে? জানুন | Benefits Of Starlink In India

৩৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান

নতুন ব্যবহারকারীদের জন্য Jio-এর সবচেয়ে কম দামি পোস্টপেইড প্ল্যান হল ৩৪৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন:
– ৩০ জিবি ৫জি ডেটা।
– ফ্রি আনলিমিটেড কল।
– প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস।

গ্রাহকদের প্রভাব

প্ল্যানের দাম বৃদ্ধির ফলে পুরনো গ্রাহকদের মাসিক ব্যয় বাড়লেও সুবিধাগুলি অপরিবর্তিত থাকবে। নতুন দামের প্ল্যানগুলি বাজারে Jio-এর সাশ্রয়ী পরিষেবার অবস্থান ধরে রাখার কৌশল হতে পারে।

READ MORE:  Maruti Alto: অল্প টাকায় মারুতির গাড়ি, মাত্র দেড় লক্ষ টাকায়, জানুন কিভাবে

যদিও দাম বৃদ্ধি অনেক গ্রাহকের জন্য অস্বস্তিকর হতে পারে, তবে Jio-এর আনলিমিটেড কলিং, ডেটা এবং অন্যান্য পরিষেবাগুলি এখনও প্রতিযোগিতামূলক। নতুন গ্রাহক এবং পুরনো ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন সামঞ্জস্য করা জরুরি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.