Jio ও BSNL-কে চাপে ফেলল এয়ারটেল, ৮৪ দিনের প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট ডেটা সহ অনেক সুবিধা

গত বছর জুলাইয়ে বেসরকারি টেলিকম অপারেটরগুলির সিদ্ধান্তে আজও ভুগতে হচ্ছে ব্যবহারকারীদের। আগামীদিনে আর কত টাকা বাড়বে রিচার্জের দাম এই শঙ্কায় যখন মগ্ন অধিকাংশ মানুষ, তখন সস্তায় ৮৪ দিনের একটি রিচার্জ প্ল্যান এনে চমক দিল Airtel। এই রিচার্জ প্ল্যান আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ৫জি‌ ডেটা’র মতো সুবিধা রয়েছে।

এয়ারটেলের নতুন ৮৪ দিনের প্ল্যান

এই রিচার্জ প্ল্যানের দাম ৯৭৯ টাকা। দাম অনুযায়ী একাধিক সুবিধা রয়েছে, যা লাভজনক হতে পারে বলে দাবি করেছে টেলিকম সংস্থাটি। এতে ৮৪ দিনের মেয়াদ, আনলিমিটেড ভয়েস কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। যাদের ৫জি ফোন রয়েছে তারা আনলিমিটেড ৫জি চালাতে পারবেন। এখানেই শেষ নয়, ব্যবহারকারীরা এয়ারটেল এক্সস্ট্রিম প্লে’র সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

READ MORE:  প্রিপেড সিম ফেলে দেবেন, পোস্টপেডে ভুরি ভুরি সুবিধা দিচ্ছে Jio ও Airtel

এয়ারটেলের ১১৯৯ টাকার প্ল্যান

এই রিচার্জ প্ল্যানের খরচ যেমন বেশি তেমন সুবিধাও বেশি। ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যানেও ৮৪ দিনের মেয়াদ রয়েছে। এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা সারা ভারতে যেকোনও নেটওয়ার্কে যতখুশি কল করতে পারবেন, সঙ্গে প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটাও পাবেন। যারা বাড়ি বসে সিনেমা, সিরিজ উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে অ্যামাজন প্রাইমের বিনামূল্যে সাবস্ক্রিপশন। প্ল্যানের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অ্যামাজন প্রাইমে প্রিয় সিরিজ এবং সিনেমা দেখতে পারবেন। এই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড ৫জি’র সুবিধা।

READ MORE:  BSNL 5 Months Plan: ৪০০ টাকার কমে ৫ মাস ভ্যালিডিটি! BSNL-এ এই প্ল্যানের সামনে কুপোকাত Jio, Airtel | BSNL Cheap Recharge Plan

দাম ও সুবিধার নিরিখে উক্ত দুটি রিচার্জ প্ল্যান টক্কর দিচ্ছে জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে। যদিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলের এখনও অবধি কোনও প্ল্যানেই আনলিমিটেড ৫জি ডেটা’র সুবিধা নেই।

Scroll to Top