Jio গ্রাহকদের জন্য বড় স্বস্তি, ভয়েস অনলি প্ল্যান নিয়ে মত বদল সংস্থার

Reliance Jio সম্প্রতি বেশ কয়েকটি ভয়েস কলিং এবং এসএমএস অনলি প্ল্যান লঞ্চ করেছে। ট্রাইয়ের নির্দেশে জিও এই প্রিপেইড প্ল্যানগুলি লঞ্চ করেছে। তবে গতকাল, জানা যায় যে এই কলিং এবং এসএমএস প্ল্যানগুলির সাথে ডেটা ভাউচার ব্যবহার করা যাবে না। যদিও টেলিকম টক আজ নিশ্চিত করেছে যে জিও ব্যবহারকারীরা ভয়েস প্ল্যানের পাশাপাশি ডেটা প্যাক রিচার্জ করতে পারবেন। কিন্তু Jio ব্যবহারকারীরা ভয়েস প্ল্যানের সাথে ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে পারবেন না।

জিও-র ভয়েস এবং এসএমএস প্ল্যানের সাথে যেসব ডেটা প্যাক কাজ করবে সেগুলির মধ্যে আছে ১১ টাকা, ১৯ টাকা, ২৯ টাকা, ৪৯ টাকা, ১৭৫ টাকা, ২১৯ টাকা, ২৮৯ টাকা এবং ৩৫৯ টাকার জিও ডেটা প্যাক।

READ MORE:  JioHotstar Free Subscription: ২০০ টাকার কমে Reliance Jio -র সেরা রিচার্জ প্ল্যান, JioHotstar সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন | Jio Data Only Plan Free OTT Subscription

যদিও জিও-র ৬৯ টাকা এবং ১৩৯ টাকার ডেটা বুস্টার প্ল্যানগুলি ভয়েস এবং এসএমএস প্ল্যানের সাথে কাজ করবে না।

জিও-র ১১ টাকার ডেটা প্যাক

জিও ১১ টাকার একটি নতুন ডেটা প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে গ্রাহকরা ১ ঘণ্টার ভ্যালিডিটি পাবেন। এখানে জিও ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা সহ ১০ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।

READ MORE:  ফের নিজেদের সবথেকে পুরনো সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও! ২০০ টাকার কমে মিলবে ২ জিবি ডেটা

জিও প্ল্যান ৪৯ টাকা

আপনার যদি পুরো দিনের জন্য আনলিমিটেড ডেটা প্রয়োজন হয় তবে আপনার ৪৯ টাকার প্ল্যানটি বেছে নেওয়া উচিত।

জিও-র ১৭৫ টাকার প্ল্যান

এই ডেটা-অনলি প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে আসে এবং এখানে ১০ জিবি ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও, এখানে SonyLIV এবং ZEE5 সহ ১০টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  ২০২৫ সালে আর রিচার্জ করতে হবে না, Jio, Airtel, Vi ও BSNL গ্রাহকদের জন্য সেরা প্ল্যান

জিও-র ২১৯ টাকার প্ল্যান

জিও ৩০ দিনের বৈধতার এই প্ল্যানটি অফার করে। এখানে পাবেন ৩০ জিবি ডেটা।

২৮৯ টাকার জিও প্ল্যান

আপনি যদি ৩০ দিনের বৈধতার সাথে ৪০ জিবি ডেটা চান তবে আপনি এই জিও প্ল্যান রিচার্জ করতে পারেন।

৩৫৯ টাকার জিও প্ল্যান

জিও-র এই ডেটা প্ল্যানে ৩০ দিনের বৈধতার সাথে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top