লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

JIO-র সাশ্রয়ী প্ল্যানে পাবেন JioHotstar সাবস্ক্রিপশনসহ একগুচ্ছ সুবিধা!

Published on:

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য দারুণ একটি অফার নিয়ে এসেছে! এখন মাত্র ৯৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা JioHotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। অর্থাৎ, JioCinema Premium ও Disney+ Hotstar Premium-এর কনটেন্ট একসঙ্গে দেখা যাবে।

জিও সম্প্রতি JioHotstar নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে বিনোদন, লাইভ স্পোর্টসসহ নানা আকর্ষণীয় কনটেন্ট পাওয়া যাবে। এবার দেখে নেওয়া যাক এই প্ল্যানে কী কী সুবিধা থাকছে এবং কিভাবে এটি অ্যাক্টিভ করবেন।

READ MORE:  ৯০ দিনের জন্য রিচার্জের ঝামেলা শেষ! কোটি কোটি গ্রাহকের জন্য Jio-র বড় ঘোষণা

জিওর ৯৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধাসমূহ

৮৪ দিনের মেয়াদ
প্রতিদিন ২GB করে মোট ১৬৮GB ডাটা
যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং
প্রতিদিন ১০০টি এসএমএস ফ্রি
বিনামূল্যে Jio 5G অ্যাক্সেস
৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন একদম ফ্রি!

JioHotstar সাবস্ক্রিপশন কেন গুরুত্বপূর্ণ?

JioHotstar-এর মাধ্যমে JioCinema Premium ও Disney+ Hotstar Premium-এর সমস্ত কন্টেন্ট একই প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে। এর মধ্যে থাকছে—

বলিউড ও হলিউড সিনেমা
এক্সক্লুসিভ ওয়েব সিরিজ
লাইভ স্পোর্টস – IPL, ক্রিকেট, ফুটবলসহ আরও অনেক কিছু
জনপ্রিয় টিভি শো
অ্যানিমেশন ও ডকুমেন্টারি
১০টি ভারতীয় ভাষায় কন্টেন্ট দেখার সুবিধা

READ MORE:  ​ভারতে আসছে OnePlus 13s, কমপ্যাক্ট ডিজাইনে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স

JioHotstar ইতিমধ্যেই Disney, NBCUniversal Peacock, Warner Bros. Discovery HBO, এবং Paramount-এর সঙ্গে পার্টনারশিপ করেছে। ফলে গ্রাহকরা আন্তর্জাতিক মানের কন্টেন্ট উপভোগ করতে পারবেন একদম ফ্রি!

কিভাবে এই প্ল্যানটি অ্যাক্টিভ করবেন?

ধাপে ধাপে JioHotstar সাবস্ক্রিপশন পেতে:
MyJio অ্যাপে যান
৯৪৯ টাকার প্ল্যান রিচার্জ করুন
সফলভাবে রিচার্জ হলে JioHotstar সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে
JioHotstar অ্যাপে গিয়ে জিও আইডি দিয়ে লগইন করুন ও কন্টেন্ট উপভোগ করুন!

READ MORE:  মাত্র ১৯৮ টাকায় দারুণ সুবিধা, JIO-র এই সস্তার রিচার্জে দারুন চমক! Airtel-VI অনেক পিছিয়ে

এই অফার কাদের জন্য উপযোগী?

যারা নিয়মিত OTT প্ল্যাটফর্মের কন্টেন্ট দেখেন
যারা লাইভ ক্রিকেট ও স্পোর্টস উপভোগ করতে চান
যারা সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড ডাটা ও কলিং সুবিধা চান

মাত্র ৯৪৯ টাকায় ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রচুর ডাটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পেয়ে যান! জিওর এই অফার বিনোদনপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.