Jio 448 vs 449: এক টাকা কমে ৫৬ দিন বেশি ভ্যালিডিটি, জিও গ্রাহকরা এই নতুন প্ল্যান সম্পর্কে জানেন তো? | Jio 448 vs 449 Plan Benefits Comparison
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের এমন দুটি প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয় যেখানে দামের পার্থক্য মাত্র ১ টাকা। Jio-র এই দুই প্ল্যানের মূল্য যথাক্রমে ৪৪৮ টাকা ও ৪৪৯ টাকা। তবে দামের পার্থক্য খুব কম থাকলেও উভয় প্ল্যানের সুবিধার মধ্যে বিস্তর ফারাক আছে। আসুন Jio-র এই দুই প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।
যাদের দৈনিক ডেটা বেশি ব্যবহার হয়, তাদের জন্য জিও-র এই প্ল্যান সেরা। এখানে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ২৮ দিন। তবে এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা আছে। গ্রাহকরা প্রতিদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।
জিও-র নতুন ৪৪৮ টাকার প্ল্যান সম্পর্কে বললে, এটি সেইসব গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা কেবল কল এবং এসএমএস সুবিধা চান চান, কিন্তু ডেটা নয়। এই প্ল্যানে কোনও ডেটা বেনিফিট পাওয়া যায় না, তবে আপনার যদি ডেটার প্রয়োজন হয় তবে জিওর ডেটা অ্যাড-অন প্যাক রিচার্জ করতে পারেন। এই জিও প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এতে পুরো ৮৪ দিনের জন্য ১০০০ এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
জিও-র ৪৪৮ টাকা এবং ৪৪৯ টাকার প্ল্যানের মধ্যে মাত্র এক টাকার পার্থক্য আছে। তবে এই দুটি প্ল্যানে দেওয়া সুবিধাগুলি একেবারেই আলাদা। ৪৪৯ টাকার প্ল্যানে প্রচুর ডেটা পাওয়া গেলেও, ৪৪৮ টাকার প্ল্যানে এক টাকা কম খরচ করে অতিরিক্ত ৫৬ দিনের ভ্যালিডিটি ভোগ করা যায়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.