Jio 5G Plan: ২০০ টাকার কমে আনলিমিটেড 5G ইন্টারনেট দিচ্ছে Jio, পাবেন আনলিমিটেড কলিং ও ডেটা
টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। ইতিমধ্যেই জিও দেশের একাধিক শহরকে 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। সেই ধারাবাহিকতায় জিও এবার ২০০ টাকার কম দামে কিছু প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলি সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জিও কোম্পানি ২০০ টাকার থেকে কম দামে বেশ কয়েকটি প্ল্যান লঞ্চ করেছে। জিও বর্তমানে ১৯৮ টাকা ও ১৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে যা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এর থেকেও কম দামের ১৮৯ টাকার একটি প্ল্যান রয়েছে জিও এর। Jio ১৯৮ টাকার প্রিপেড প্ল্যানের কথা বললে, এটি ১৪ দিনের বৈধতার সাথে আসে। এই প্ল্যানের অধীনে, আপনাকে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হচ্ছে। এর সাথে, আপনি প্ল্যানে Jio TV, Jio Cinema এবং Jio Cloud এর সাবস্ক্রিপশন পাবেন।
আর ১৯৯ টাকার প্ল্যান সম্পর্কে কথা বললে, এটি ১৮ দিনের পরিষেবা বৈধতার সাথে আসে। এই প্ল্যানে ১.৫ জিবি ডেটা অফার করা হয় এবং আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ টি SMS দেওয়া হয়। এই প্ল্যানে আপনাকে Jio Cinema, Jio TV এবং Jio ক্লাউড অফার করা হচ্ছে। আর কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান ১৮৯ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যায়। আর আনলিমিটেড কলিং এবং ৩০০ টি SMS দেওয়া হয়। এই প্ল্যানে আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানটি কিনলেও Jio অ্যাপগুলিও দেওয়া হয়।
শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ভারতীয় রেলওয়ের অধীনে হাজার হাজার ট্রেন চলে। ট্রেনে উপলব্ধ সুযোগ-সুবিধার…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা Tesla এবার ভারতের বাজারে পা রাখছে। হ্যাঁ…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন মাস মানেই হল একগুচ্ছ নিয়ম লাগু হওয়া। এদিকে এপ্রিল মাস আসতেও…
ভারতে স্প্যাম কলের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন অসংখ্য ভুয়ো কল এবং প্রতারণামূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: পড়শি দেশ পাকিস্তানের রাজনৈতিক মহল দিনের পর দিন গরম (Pakistan Crisis) হয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত সংস্থা NMDC Steel Limited…
This website uses cookies.