গতবছর রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় Jio সহ সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি। যদিও এখনও আপনি 1000 টাকার কমে দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করতে পারেন। দুই চির প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থা জিও ও এয়ারটেল হাজার টাকার কমে 90 দিন পর্যন্ত ভ্যালিডিটির প্ল্যান (Recharge Plan) অফার করছে। এই প্রতিবেদনে আমরা এই দুই সংস্থার দুটি সেরা প্ল্যানের বিষয়ে বলবো, যেখানে আনলিমিটেড 5G ডেটা, কলিং সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
কেন 90 দিনের রিচার্জ প্ল্যান জনপ্রিয়তা পাচ্ছে
রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর থেকে এখন গ্রাহকরা স্বল্প বৈধতার প্ল্যানগুলি রিচার্জ করার পরিবর্তে দীর্ঘ মেয়াদী প্ল্যান বেছে নিচ্ছে। এক্ষেত্রে কিছুটা সাশ্রয় হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি প্রতিমাসে রিচার্জের ঝামেলা থাকছে না। এই কারণে 84 দিন বা 90 দিনের প্ল্যানগুলি জনপ্রিয় হয়ে উঠছে।
জিওর 899 টাকার প্ল্যানে আনলিমিটেড কল ও বেশি ডেটা সহ JioHotstar সাবস্ক্রিপশন
রিলায়েন্স জিও 899 টাকার রিচার্জ প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাওয়া যায়। এর সাথে রোজ 2GB ডেটা হিসেবে 180GB ইন্টারনেট ডেটা সহ 20GB অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এখানে জিও টিভি ও JioHotstar এর 90 দিনের সাবস্ক্রিপশনও পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।
এয়ারটেলের 929 টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি সহ যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এর সাথে রোজ 100 SMS এবং প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এক্ষেত্রে মোট 135GB ডেটা মেলে। এছাড়াও সংস্থার কিছু পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়।
স্বাভাবিকভাবেই জিও ও এয়ারটেলের এই দুই রিচার্জ প্ল্যানের মধ্যে জিওর প্ল্যান এগিয়ে আছে। কারণ দামও যেমন 30 টাকা কম, তেমনি বেশি ডেটাও পাওয়া যায়। আবার জিওর প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করার সুবিধা আছে।