Jio AirFiber Offer: Jio-র দুর্দান্ত অফার, ২০০ জিবি পর্যন্ত বিনামূল্যে ডেটা সহ ৯৫ টাকা ক্যাশব্যাক | Jio AirFiber Recharge Plans Offer

আপনি যদি উচ্চ গতির ইন্টারনেট উপভোগ করতে চান তাহলে জিও এয়ার ফাইবার প্ল্যান বেছে নিতে পারেন। এখানে উচ্চগতির ইন্টারনেট উপভোগ করা যাবে। পাশাপাশি বিশেষ বিষয় হল এয়ার ফাইবারের তিনটি প্ল্যানে এই মুহূর্তে সেরা অফারের সাথে উপলব্ধ। এই প্ল্যানগুলিতে 3 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথে ১,০০০ জিবি ডেটা দেওয়া হবে। আবার Jio AirFiber এর এই তিন প্ল্যানে ৯০ দিনের জন্য ২০০ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা বিনামূল্যে উপভোগ করা যাবে। এছাড়া সমস্ত প্ল্যানের সাথে ৯৫ টাকা ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে।

READ MORE:  রিচার্জ এক ফায়দা অনেক, Jio-র এই দুই প্ল্যানে একাধিক OTT সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে

Jio AirFiber এর ২,২২২ টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩ মাস। এই প্ল্যানে আপনি ৩০ এমবিপিএস স্পিড পাবেন। এখানে ১০০০ জিবি ডেটা অফার করছে সংস্থা। এই প্ল্যানে ১০০ জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন। সাথে থাকছে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা। এতে আপনি ৮০০-র বেশি টিভি চ্যানেল এবং অনেক ওটিটি অ্যাপ বিনামূল্যে দেখতে পাবেন।

READ MORE:  প্রিপেড সিম ফেলে দেবেন, পোস্টপেডে ভুরি ভুরি সুবিধা দিচ্ছে Jio ও Airtel

Jio AirFiber এর ৩,৩৩৩ টাকার প্ল্যান

তিন মাসের বৈধতা সহ আসা এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য ১০০ এমবিপিএস স্পিডে ১০০০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এখানে কোম্পানি ১৫০ জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে দিচ্ছে। এই প্ল্যানে ফ্রি ভয়েস কলিং এবং প্রচুর ওটিটি অ্যাপ রয়েছে।

Jio AirFiber এর ৪,৪৪৪ টাকার প্ল্যান

তিন মাসের এই প্ল্যানে কোম্পানি ১০০ এমবিপিএস স্পিড এবং ১০০০ জিবি ডেটা সহ ২০০ জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে দিচ্ছে। সাথে আপনি ৮০০ টিরও বেশি টিভি চ্যানেলের সাথে বিনামূল্যে কলিং পরিষেবা পাবেন। এখানে মোট ১৬টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে, যার মধ্যে অ্যামাজন প্রাইম লাইট ২ বছর ধরে উপভোগ করা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  মাত্র ৯৮ টাকা থেকে শুরু, Jio, Airtel ও Vi এর সিম সচল রাখার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
Scroll to Top