Jio, Airtel ও Vi এর সবচেয়ে সস্তা ৩ মাসের রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিংয়ের সাথে সারাদিন কথা বলুন
আপনি কি Jio, Airtel বা Vi এর সিম কার্ড ব্যবহার করেন? তাহলে আপনার জন্য সুখবর। আসলে সম্প্রতি ট্রাই সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিকে কলিং অনলি প্ল্যান আনার কথা বলেছিল, অর্থাৎ এই প্ল্যানে কোনো ডেটা বেনিফিট পাওয়া যায় না। আর ডেটা নেই বলেই এই প্ল্যানগুলির দাম কিছুটা কম। আর এই প্ল্যানগুলি রিচার্জ করলে তিন মাস আর রিচার্জের টেনশন থাকে না। কিছু প্ল্যান এমনও আছে যেখানে প্রতিদিন মাত্র ৫ টাকা খরচ হয় এবং আপনি আনলিমিটেড কলিং-এর আনন্দ নিতে পারেন। আসুন ৮৪ দিন বৈধতার সাথে আসা Jio, Airtel, Vi এর প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সবার আগে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি জিওর কথা বলা যাক। কোম্পানিটি মাত্র ৪৪৮ টাকায় একটি দুর্দান্ত প্ল্যান অফার করছে যেখানে আপনি ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ১০০০ এসএমএসের সুবিধা আছে। এর সাথে JioTV এবং JioCloud এর ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যায়। এই প্ল্যানের দিন প্রতি খরচ ৫ টাকার সামান্য বেশি।
জিওকে টকর দিতে এয়ারটেলও ৪৬৯ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি সহ একটি চমৎকার প্ল্যান অফার করছে। কিন্তু এটি জিওর তুলনায় কিছুটা ব্যয়বহুল। এই প্ল্যানে আছে আনলিমিটেড কলিং সহ ৯০০ এসএমএসের সুবিধা। তবে জিওর মতো এই প্ল্যানে কোনও ডেটার সুবিধা নেই। এই প্ল্যানের প্রতিদিনের খরচ ৫.৫৮ টাকা।
জিও এবং এয়ারটেলের মতো Vi-ও একটি এমন প্ল্যান অফার করে যাতে আপনি আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা পাবেন। এর দাম ৪৭০ টাকা, যেখানে ৮৪ দিনের দীর্ঘ বৈধতা পাওয়া যায়। আবার আনলিমিটেড লোকাল এবং STD কলের সুবিধা রয়েছে। এছাড়া ৯০০ এসএমএসের সুবিধা দেওয়া হবে, যা জিওর তুলনায় কম। এখানে দিনে ৬ টাকার কম খরচ হয়।
লাভা আজ ভারতে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি ফোন Lava Bold 5G লঞ্চ করল। এতে অনেক দুর্দান্ত…
শ্বেতা মিত্র, কলকাতাঃ মুদ্রাস্ফীতির ভারে দেশের বহু মানুষের প্রাণ ওষ্ঠাগত। কীভাবে খরচ কমানো যায় সেদিকে…
সৌভিক মুখার্জী, কলকাতা: সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমেই যে জিনিসটি খুঁজি, তা হল স্মার্টফোন।…
প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শেষ হয়নি চৈত্র মাস। দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা।…
আজকের দিনে বিনিয়োগের প্রসঙ্গ এলেই বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিট (FD)-এর দিকেই ঝোঁকেন। এটি নিরাপদ বিনিয়োগের…
সৌভিক মুখার্জী, কলকাতা: গুজরাটের মানুষজন এবারে অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী হলেন। হাতে মুরগি ধরে দাঁড়িয়ে…
This website uses cookies.