Jio, Airtel, Vi-এর সেরা অফার! ১ বছরের জন্য দিচ্ছে বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন

আপনা কি JioHotstar সাবস্ক্রিপশন নেওয়ার কথা চিন্তা করছেন? তাহলে একটু অপেক্ষা করে যান। কারণ একাধিক টেলিকম কোম্পানি এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে, যেখানে সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি আনলিমিটেড কলিং, এসএমএস এবং ডেটার সুবিধাও থাকছে। তাহলে দেরি না করে চলুন জেনে নিই প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য।

এয়ারটেলের ৩৯৯৯ টাকার প্ল্যান

এয়ারটেল এই প্ল্যানের মাধ্যমে যে সুবিধাগুলি দিচ্ছে সেগুলি হল-

  • ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।
  • আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং-এর সুবিধা দিচ্ছে। 
  • প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা দিচ্ছে। 
  • প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা দিচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখি, 5G ডেটা সুবিধাও এখানে পাওয়া যাবে।
READ MORE:  স্বল্প বিনিয়োগে এই ব্যবসা একবার শুরু করুন, পকেটে আসবে মোটা অঙ্কের টাকা

অতিরিক্ত সুবিধা হিসেবে JioHotstar মোবাইল সাবস্ক্রাইবশন সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া স্প্যাম কল ও এসএমএস সতর্কতা দেওয়া হবে। Airtel Xstream অ্যাপ অ্যাক্সেস দেওয়া হবে এবং Apollo 24/7 সার্কেল অ্যাক্সেস দেওয়া হবে। এছাড়াও ফ্রি হ্যালোটিউনস প্রদান করা হবে।

Vi-এর ৩৬৯৯ টাকার প্ল্যান

Vi এই প্ল্যানের মাধ্যমে যে সুবিধাগুলি গ্রাহকদের প্রদান করছে সেগুলি হল-

  • ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্রদান করছে।
  • আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং এর সুবিধা প্রদান করছে। 
  • প্রতিদিন ১০০টি করে এসএমএস দিচ্ছে। 
  • প্রতিদিন ২ জিবি করে ডেটা দিচ্ছে। 
READ MORE:  AI Course: উচ্চ মাধ্যমিক শেষে পড়ো AI নিয়ে! গুগল, মাইক্রোসফট, TCS-র মতো সংস্থাগুলি দেবে চাকরি | After HS Do AI Course And Get Job

এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন সম্পূর্ণ ১ বছরের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে। হাফ-ডে আনলিমিটেড ডেটা সুবিধা দেওয়া হচ্ছে, উইকেন্ড ডেটা রোল-ওভার সুবিধা দেওয়া হচ্ছে এবং ডেটা ডিলাইট অফারের সুবিধা দেওয়া হচ্ছে।

Jio-এর ফ্রি JioHotstar প্ল্যান

Jio এখনো সারা বছরের জন্য প্ল্যান নিয়ে আসতে পারেনি। তবে কিছু স্বল্প মেয়াদী প্ল্যান রয়েছে, যেগুলিতে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। সেগুলি হল-

READ MORE:  Ice Cream Parlour Business: গরমে হু হু করে বাড়বে চাহিদা, এই ব্যবসা শুরু করলেই প্রতিমাসে পকেটে আসবে ৫০,০০০ | All you need to know about Ice Cream Parlour Business

৯৪৯ টাকার প্ল্যান- এই প্ল্যানে জিও ৮৪ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন প্রদান করছে। তবে এক্ষেত্রে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধাও পাওয়া যাবে।

১৯৫ টাকার প্ল্যান- এই প্ল্যানে জিও ৯০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে।