লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jio, Airtel-র ঘুম উড়িয়ে দিল BSNL! কম খরচে এত সুবিধা কেউ দিতে পারবে না

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম। তবে সাম্প্রতিক সময়ে টেলিকম অপারেটরগুলি রিচার্জের দাম এতটাই বাড়িয়ে দিয়েছে যে সাধারণ গ্রাহকরা রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যার কথা মাথায় রেখে ভারতের টেলিকম বাজারের নতুন সাড়া ফেলে দিয়েছে এবার BSNL।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে এসে এই সরকারি সংস্থাটি Reliance Jio, Airtel ও Vi ইত্যাদি বেসরকারি টেলিকম সংস্থাগুলির কার্যত রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। BSNL সম্প্রতি এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান চালু করেছে, যা গ্রাহকদের জন্য খুবই সাশ্রয়ী এবং একবার রিচার্জ করলেই এক বছর ধরে সিম চালু রাখা যাবে।

BSNL-এর 365 দিনের দুর্দান্ত প্ল্যান | BSNL New Recharge Plan |

BSNL নতুন 1198 টাকার একটা রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। এই রিচার্জ প্ল্যান বাজারে আসতে না আসতেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ এত কম দামে এক বছরের জন্য ভ্যালিডিটি দেওয়ার মতো সাধ্য Reliance Jio, Airtel ও Vi- কারোরই নেই। BSNL এই প্ল্যানে যে সুবিধাগুলি দিচ্ছে সেগুলি হল- 

  • 365 দিনের ভ্যালিডিটি দিচ্ছে, অর্থাৎ একবার রিচার্জ করলেই এক বছর আর কোনো চিন্তা করতে হবে না।
  • প্রতি মাসে 300 মিনিট ফ্রি কলিং সুবিধা দিচ্ছে। শুধু তাই নয়, যেকোনো নেটওয়ার্কে এই ফ্রি কলিং সুবিধা মিলবে।
  • প্রতিমাসে 3GB করে ডেটা দিচ্ছে, অর্থাৎ পুরো বছরে মোট 36GB ডেটা ব্যবহার করা যাবে। 
  • প্রতিমাসে 30টি করে ফ্রি SMS দিচ্ছে, অর্থাৎ বছরে মোট 360টি ফ্রি SMS-এর সুবিধা মিলবে।
READ MORE:  Recharge Plan: আজ রিচার্জ করলে নির্ঝঞ্ঝাট ফোন চলবে ২০২৬ অবধি! Jio, Airtel নিয়ে এল সেরা প্ল্যান | Jio, Bharti Airtel Recharge Plan

এই প্ল্যানটি বিশেষত গ্রামাঞ্চলের ব্যবহারকারীদের জন্য উপযুক্ত; যারা কম খরচে দীর্ঘমেয়াদি প্ল্যান খোঁজেন এবং বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন না, শুধুমাত্র ফোন করার জন্য মোবাইল ব্যবহার করেন।

Airtel ও Vi-এর উপর প্রভাব

Reliance Jio, Airtel ও Vi ইত্যাদি বেসরকারি সংস্থাগুলির ব্যয়বহুল রিচার্জ প্ল্যান গ্রাহকদের চাপের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু BSNL-এর এই বাজেট ফ্রেন্ডলি প্ল্যান বাজারে আসার পর এখন Reliance Jio, Airtel ও Vi-এর মত সংস্থাগুলিকে নতুন করে প্ল্যান আনার কথা ভাবতে হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, BSNL-এর এই নতুন পরিকল্পনা বাজারের ভারসাম্যে নাড়া দিতে পারে। কারণ এটি কম খরচে দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করছে, যা গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক।

READ MORE:  আদালতের নির্দেশ, রোজভ্যালির টাকা ফেরাচ্ছে ED, কীভাবে আপবেন আপনি?

BSNL-এর আরও বাজেট ফ্রেন্ডলি প্ল্যান

শুধুমাত্র 1198 টাকার প্ল্যানই নয়। BSNL আরো দুটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। প্রথমটি নিয়ে যদি কথা বলি, তাহলে BSNL তাদের 411 টাকার প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এছাড়া BSNL 1515 টাকার একটি প্ল্যান লঞ্চ করেছে, যেখানে 365 দিনের ভ্যালিডিটি দিচ্ছে, যার মাধ্যমে এক বছর বিনা চিন্তায় কলিং ও ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। 

এই প্ল্যানগুলি ইতিমধ্যেই বাজারে বেশ সাড়া ফেলে দিয়েছে এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বেসরকারি সংস্থাগুলির ব্যবসায় সরাসরি প্রভাব ফেলছে। তাই আপনি যদি কম খরচে দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে BSNL-এর 1198 টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.