Jio Coin: আম্বানির স্বপ্নের প্রকল্প, জিও কয়েন দিয়েও করা যাবে মোটা আয়! কীভাবে, দামই বা কত? | Mukesh Ambani's Dream Project
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাজারে Jio Coin নিয়ে আসাতে ডিজিটাল জগতে এক নতুন মোড় খুলে গিয়েছে। বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বে এই নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে আসলেও এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে এটির বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের মনে এখন বিভিন্ন প্রশ্ন ঘুরছে। এই কয়েন কীভাবে কাজ করবে? এর বাজার মূল্য কত হতে পারে? এই কয়েন কোথায় ব্যবহার করা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রতি Polygon Labs-এর সঙ্গে হাতে হাত মিলিয়েছে। ফলে Web3 এবং ব্লক-চেইন প্রযুক্তি ভারতীয় বাজারে এবার বড় পরিবর্তন আনবে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, জিও কয়েন আসলে ব্লক-চেইন ভিত্তিক একটি পুরস্কার টোকেন। এটি ব্যবহারকারীরা বিভিন্ন জিও অ্যাপে অংশগ্রহণ করে উপার্জন করতে পারবে। তবে জানিয়ে রাখি, এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, একটি জিও কয়েনের মূল্য হতে পারে 21.69 টাকা। পাশাপাশি এই কয়েনের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন হতে পারে 38.11 টাকা এবং মোট কয়েন সরবরাহ হতে পারে 19 লক্ষ 08 হাজার 130টি।
আসলে জিও কয়েন উপার্জন করতে হলে ব্যবহার করতে হবে একটি JioSphere Browse। তবে জিও কয়েন আপনার ব্রাউজারে নিয়ে আসার জন্য কিছু পদ্ধতি মানতে হবে।
১) প্রথমে JioSphere Browse ব্রাউজার ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
২) এরপর আপনার জিও নাম্বার দিয়ে সাইন আপ করুন।
৩) এরপর জিও কয়েন ওয়ালেট অ্যাক্সেস করুন।
৪) লগইন করা হয়ে গেলে JioSphere Browse ব্যবহার করলে ধীরে ধীরে আপনার জিয়ো কয়েন জমতে শুরু করবে।
সব থেকে বড় সুবিধা হল Android, iPhone, Windows PC, MacBook সমস্ত ডিভাইসেই এই সুবিধা পাবেন।
যেমনটা জানা যাচ্ছে, জিও কয়েন শুধুমাত্র ডিজিটাল সম্পদ হয়ে থাকবে না। বরং, এটি বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যাবে। প্রথমত, এই কয়েন ব্যবহার করে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। পাশাপাশি JioMart থেকে কেনাকাটার সময় ডিসকাউন্টও পাবেন। এছাড়া জিও সিনেমা ও অন্যান্য জিও অ্যাপে বিশেষ অফার পাওয়া যাবে এই জিও কয়েনের মাধ্যমে। শুধু তাই নয়, MyJio অ্যাপে বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে এই জিও কয়েন দিয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছে, রিলায়েন্স যখন ভারতে ব্লক-চেইন প্রযুক্তিকে আরও জনপ্রিয় করার জন্য পা বাড়িয়েছে, তখন জিও কয়েনের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল হতে পারে। প্রথমত, জিওর প্রচুর ব্যবহারকারী থাকায় এই কয়েন দ্রুত জনপ্রিয়তা লাভ করবে। দ্বিতীয়ত, ব্লক-চেইন প্রযুক্তি ব্যবহার করায় এই কয়েনের মূল্য আরো বাড়তে পারে। তবে এখন জিও কয়েন ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করবে কিনা, এই প্রশ্ন অনেকের মধ্যেই থেকে যাচ্ছে। আপাতত জানা যাচ্ছে, এটি শুধুমাত্র জিও ইকোসিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস পড়তে না পড়তেই বাংলার একাধিক জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি…
প্রিপেইড প্ল্যানের পর Airtel এর সমস্ত পোস্টপেইড প্ল্যানের সঙ্গে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন। উপভোগ করা যাবে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিচার্জ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ! গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রিপেড রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি স্বাস্থ্য সংস্থায় একটি উচ্চ বেতনের সরকারী চাকরি খুঁজছেন? তাহলে…
২০২৬ সালে কার্যকর হতে যাওয়া ৮ম বেতন কমিশন (8th Pay Commission) বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে…
মাত্র ১ হাজার টাকা করে বিনিয়োগ করে কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন! সন্তানের পড়াশোনা থেকে…
This website uses cookies.