লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jio Coin: আম্বানির স্বপ্নের প্রকল্প, জিও কয়েন দিয়েও করা যাবে মোটা আয়! কীভাবে, দামই বা কত? | Mukesh Ambani’s Dream Project

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাজারে Jio Coin নিয়ে আসাতে ডিজিটাল জগতে এক নতুন মোড় খুলে গিয়েছে। বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বে এই নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে আসলেও এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে এটির বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের মনে এখন বিভিন্ন প্রশ্ন ঘুরছে। এই কয়েন কীভাবে কাজ করবে? এর বাজার মূল্য কত হতে পারে? এই কয়েন কোথায় ব্যবহার করা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জিও কয়েন কী এবং কীভাবে কাজ করে? | Use Of Jio Coin |

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রতি Polygon Labs-এর সঙ্গে হাতে হাত মিলিয়েছে। ফলে Web3 এবং ব্লক-চেইন প্রযুক্তি ভারতীয় বাজারে এবার বড় পরিবর্তন আনবে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, জিও কয়েন আসলে ব্লক-চেইন ভিত্তিক একটি পুরস্কার টোকেন। এটি ব্যবহারকারীরা বিভিন্ন জিও অ্যাপে অংশগ্রহণ করে উপার্জন করতে পারবে। তবে জানিয়ে রাখি, এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। 

READ MORE:  মাত্র ১০ হাজার বিনিয়োগ, আয় হবে লাখে! রইল সামান্য পরিশ্রমেই দারুণ ব্যবসার সন্ধান । Unique Business idea of Selling Moonj Grass Products to Earn Rs 20000 every month । India Hood News

জিও কয়েনের বর্তমান দাম ও বাজার মূল্য

সূত্র মারফত জানা যাচ্ছে, একটি জিও কয়েনের মূল্য হতে পারে 21.69 টাকা। পাশাপাশি এই কয়েনের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন হতে পারে 38.11 টাকা এবং মোট কয়েন সরবরাহ হতে পারে 19 লক্ষ 08 হাজার 130টি। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে উপার্জন করবেন জিও কয়েন?

আসলে জিও কয়েন উপার্জন করতে হলে ব্যবহার করতে হবে একটি JioSphere Browse। তবে জিও কয়েন আপনার ব্রাউজারে নিয়ে আসার জন্য কিছু পদ্ধতি মানতে হবে।

READ MORE:  মাত্র ৫০ টাকায় ৭টি চ্যানেল, Netflix এর সমস্যা বাড়াল JioHotstar

১) প্রথমে JioSphere Browse ব্রাউজার ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। 

২) এরপর আপনার জিও নাম্বার দিয়ে সাইন আপ করুন।

৩) এরপর জিও কয়েন ওয়ালেট অ্যাক্সেস করুন। 

৪) লগইন করা হয়ে গেলে JioSphere Browse ব্যবহার করলে ধীরে ধীরে আপনার জিয়ো কয়েন জমতে শুরু করবে।

সব থেকে বড় সুবিধা হল Android, iPhone, Windows PC, MacBook সমস্ত ডিভাইসেই এই সুবিধা পাবেন।

জিও কয়েন কোথায় ব্যবহার করা যাবে?

যেমনটা জানা যাচ্ছে, জিও কয়েন শুধুমাত্র ডিজিটাল সম্পদ হয়ে থাকবে না। বরং, এটি বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যাবে। প্রথমত, এই কয়েন ব্যবহার করে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। পাশাপাশি JioMart থেকে কেনাকাটার সময় ডিসকাউন্টও পাবেন। এছাড়া জিও সিনেমা ও অন্যান্য জিও অ্যাপে বিশেষ অফার পাওয়া যাবে এই জিও কয়েনের মাধ্যমে। শুধু তাই নয়, MyJio অ্যাপে বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে এই জিও কয়েন দিয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন।

READ MORE:  Tesla In India: ভারতে এন্ট্রি নিচ্ছে টেসলা, হাত মেলাচ্ছে টাটা গ্রুপ! গাড়ির ব্যবসায় বড় চমক | Tesla And Tata Group Join Hands In India

ভবিষ্যতে জিও কয়েনের সম্ভাবনা

বিশেষজ্ঞরা মনে করছে, রিলায়েন্স যখন ভারতে ব্লক-চেইন প্রযুক্তিকে আরও জনপ্রিয় করার জন্য পা বাড়িয়েছে, তখন জিও কয়েনের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল হতে পারে। প্রথমত, জিওর প্রচুর ব্যবহারকারী থাকায় এই কয়েন দ্রুত জনপ্রিয়তা লাভ করবে। দ্বিতীয়ত, ব্লক-চেইন প্রযুক্তি ব্যবহার করায় এই কয়েনের মূল্য আরো বাড়তে পারে। তবে এখন জিও কয়েন ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করবে কিনা, এই প্রশ্ন অনেকের মধ্যেই থেকে যাচ্ছে। আপাতত জানা যাচ্ছে, এটি শুধুমাত্র জিও ইকোসিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.