Jio Gold Offer: অক্ষয় তৃতীয়াতে বিনামূল্যে পাবেন সোনা, গ্রাহকদের জন্য দুর্দান্ত ঘোষণা Jio-র | Get Free Gold From Jio
সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে যে হারে সোনার দাম (Gold Price) বাড়ছে সেখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ সোনার দোকানের দিকে পাও বাড়াচ্ছেন না। ইতিমধ্যে সোনার দাম লাখের গন্ডি পেরিয়ে গিয়েছে। আগামী দিনে এই দাম আরও বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা। তবে এরই মাঝে আপনি কি জানেন, চাইলে আপনিও পেয়ে যেতে পারেন একদম বিনামূল্যে সোনা! শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
এখন আপনি অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে ডিজিটাল সোনা কিনতে পারবেন। শুধু তাই নয়, এই ডিজিটাল সোনার সাহায্যে আপনি ২% পর্যন্ত অতিরিক্ত সোনা পাবেন এবং তাও কিনা বিনামূল্যে। হ্যাঁ, রিলায়েন্স Jio এই অক্ষয় তৃতীয়ায় ‘জিও গোল্ড 24K ডেজ’ নিয়ে হাজির হয়েছে। যেখানে আপনি ডিজিটাল সোনা কিনতে পারবেন এবং বিনামূল্যে ২% পর্যন্ত অতিরিক্ত সোনাও পেতে পারবেন।
আসলে, রিলায়েন্স জিও বিশেষ উপলক্ষে ‘জিও গোল্ড 24K ডেজ’-এর অসাধারণ অফার নিয়ে আসছে। জিও আজ অর্থাৎ ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে এই অফারটি শুরু করছে। এই অফারটি গ্রহণের শেষ তারিখ ৫ মে। এমন পরিস্থিতিতে, গ্রাহকরা জিও ফাইন্যান্স এবং মাই জিও অ্যাপের মাধ্যমে এই অফারটি নিতে পারবেন।
এই অফারের আওতায় যদি আপনি ১,০০০ টাকা থেকে ৯,৯৯৯ টাকা মূল্যের ডিজিটাল সোনা কেনেন, তাহলে আপনি বিনামূল্যে ১% পর্যন্ত অতিরিক্ত সোনা পাবেন। একই সময়ে, আপনি যদি ১০,০০০ টাকা বা তার বেশি মূল্যের ডিজিটাল সোনা কেনেন, তাহলে আপনি ২% পর্যন্ত সোনা বিনামূল্যে পাবেন। এই অফারটি পেতে আপনাকে ১% অতিরিক্ত সোনার জন্য JIOGOLD1 প্রোমো কোড এবং ২% অতিরিক্ত সোনার জন্য JIOGOLDAT100 প্রোমো কোড ব্যবহার করতে হবে। জিও প্রতিটি ব্যবহারকারীর জন্য ১০টি পর্যন্ত লেনদেনের জন্য অফারটি বৈধ রেখেছে।
তবে, এই বিনামূল্যের সোনা পেতে গ্রাহকদের এটি কেনার পর ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে। ৭২ ঘন্টার মধ্যে অথবা ৭২ ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টে বিনামূল্যে সোনা আসবে। এই অফারে আপনি ২১ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে সোনার সুবিধা পেতে পারেন। কিন্তু মনে রাখবেন যে এই অফারটি শুধুমাত্র একবারের কেনাকাটার ক্ষেত্রেই প্রযোজ্য। আরও বিশদে জানতে জিও অ্যাপ ভিজিট করতে পারেন।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.