লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jio Gold Offer: অক্ষয় তৃতীয়াতে বিনামূল্যে পাবেন সোনা, গ্রাহকদের জন্য দুর্দান্ত ঘোষণা Jio-র | Get Free Gold From Jio

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে যে হারে সোনার দাম (Gold Price) বাড়ছে সেখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ সোনার দোকানের দিকে পাও বাড়াচ্ছেন না। ইতিমধ্যে সোনার দাম লাখের গন্ডি পেরিয়ে গিয়েছে। আগামী দিনে এই দাম আরও বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা। তবে এরই মাঝে আপনি কি জানেন, চাইলে আপনিও পেয়ে যেতে পারেন একদম বিনামূল্যে সোনা! শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

থাকছে ২% অবধি বিনামূল্যে সোনা পাওয়ার সুযোগ

এখন আপনি অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে ডিজিটাল সোনা কিনতে পারবেন। শুধু তাই নয়, এই ডিজিটাল সোনার সাহায্যে আপনি ২% পর্যন্ত অতিরিক্ত সোনা পাবেন এবং তাও কিনা বিনামূল্যে। হ্যাঁ, রিলায়েন্স Jio এই অক্ষয় তৃতীয়ায় ‘জিও গোল্ড 24K ডেজ’ নিয়ে হাজির হয়েছে। যেখানে আপনি ডিজিটাল সোনা কিনতে পারবেন এবং বিনামূল্যে ২% পর্যন্ত অতিরিক্ত সোনাও পেতে পারবেন।

READ MORE:  Antilia: ১৫ হাজার কোটির অ্যান্টিলিয়া আদতে এতিমখানার জমি? আম্বানির আগে মালিক ছিলেন ... Mukesh Ambani Land Owner Karim Bhai

আসলে, রিলায়েন্স জিও বিশেষ উপলক্ষে ‘জিও গোল্ড 24K ডেজ’-এর অসাধারণ অফার নিয়ে আসছে। জিও আজ অর্থাৎ ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে এই অফারটি শুরু করছে। এই অফারটি গ্রহণের শেষ তারিখ ৫ মে। এমন পরিস্থিতিতে, গ্রাহকরা জিও ফাইন্যান্স এবং মাই জিও অ্যাপের মাধ্যমে এই অফারটি নিতে পারবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দারুণ অফার নিয়ে হাজির জিও | Jio Gold Offer |

এই অফারের আওতায় যদি আপনি ১,০০০ টাকা থেকে ৯,৯৯৯ টাকা মূল্যের ডিজিটাল সোনা কেনেন, তাহলে আপনি বিনামূল্যে ১% পর্যন্ত অতিরিক্ত সোনা পাবেন। একই সময়ে, আপনি যদি ১০,০০০ টাকা বা তার বেশি মূল্যের ডিজিটাল সোনা কেনেন, তাহলে আপনি ২% পর্যন্ত সোনা বিনামূল্যে পাবেন। এই অফারটি পেতে আপনাকে ১% অতিরিক্ত সোনার জন্য JIOGOLD1 প্রোমো কোড এবং ২% অতিরিক্ত সোনার জন্য JIOGOLDAT100 প্রোমো কোড ব্যবহার করতে হবে। জিও প্রতিটি ব্যবহারকারীর জন্য ১০টি পর্যন্ত লেনদেনের জন্য অফারটি বৈধ রেখেছে।

READ MORE:  CAG Report: Jio-কে বিলই দেয়নি BSNL! সরকারের ক্ষতি ১৭৫৭০০০০০০০ কোটি | BSNL Fails To Bill Mukesh Ambani's Reliance Jio

তবে, এই বিনামূল্যের সোনা পেতে গ্রাহকদের এটি কেনার পর ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে। ৭২ ঘন্টার মধ্যে অথবা ৭২ ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টে বিনামূল্যে সোনা আসবে। এই অফারে আপনি ২১ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে সোনার সুবিধা পেতে পারেন। কিন্তু মনে রাখবেন যে এই অফারটি শুধুমাত্র একবারের কেনাকাটার ক্ষেত্রেই প্রযোজ্য। আরও বিশদে জানতে জিও অ্যাপ ভিজিট করতে পারেন।

READ MORE:  প্রিপেড সিম ফেলে দেবেন, পোস্টপেডে ভুরি ভুরি সুবিধা দিচ্ছে Jio ও Airtel

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.